আমাদের কথা খুঁজে নিন

   

ছোটদের ইচরে পাকাবেন না দয়া করে

সব ক'টা জানালা খুলে দাওনা...

ইদানীং টিভি চ্যানেল গুলোতে ভারতীয়দের অনুকরণে ছোটোদের নিয়ে নাচ গানের প্রতিযোগীতা করানো হচ্ছে...আয়োজন করাটা ভালো কিন্তু একটা ছোটো শিশু কেনো প্রেম গদ্ গদে গলায় সিনেমার গান গাইবে...আমাদের দেশে নতুন কুড়ি থেকে কি কম প্রতিভাবান শিল্পী বের হয়ে এসেছে? নাকি আমাদের শিশু উপযোগী গান ছড়ার অভাব আছে? আমরা কেন এমন অন্ধের মত অনুকরণ করে যাচ্ছি? একটা ছোট মেয়ে বেনী দুলিয়ে গান গাইলে বা নাচলে বেশি ভালো লাগে, নাকি ইচড়ে পাকামী করলে? কিছুখন আগে ফেরদউসী রহমানের ছোটদের নিয়ে করা অনুষ্ঠান নিয়ে একটা ব্লগ পাঠিয়েছে...অন্নদের নকল না করে কি নিজেরদের চমতকার কাজ গুলোর মানকেই আরো বাড়িয়ে নেওয়া যায়না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।