আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী ও শ্রীলংকান জাতির ভেতরে ঠিক কি পার্থক্য আছে যে ওরা ক্রিকেটে এত এগিয়ে আমাদের তুলনায়?

অলস মস্তিষ্ক ছোটবেলায় বইপত্রে তো পড়ছেনই যে বাংলাদেশের এড়িয়া ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার যেখানে শ্রীলংকার ৬৫,৬১০ বর্গকিলোমিটার। বাংলাদেশ স্বাধীনতা পাইসে ১৯৭১-এ আর লংকানরা ১৯৪৮ এ। তবে তা ক্রীড়াজগতে প্রভাব পড়ার মত কোন বিষয় না। যে মাটিতে ট্যালেন্ট প্লেয়ার থাকবে তার উপর বিদেশী কোন দেশ ঘাড়ের উপর বন্দুক ধরে রাখলো কিনা তা কোন ব্যাপার না। ট্যালেন্টরা উঠে আসবেই।

জাতিগতভাবেও লংকানদের সাথে খুব একটা পার্থক্য নাই বাঙ্গালীর। জনসংখ্যা আমাদের ১৬ কোটি আর ওদের ২ কোটি। খাদ্যাভ্যাস,খাবারের উপকরণ,আবহাওয়া এসব ব্যাপারেও আমরা কাছাকাছি। আইচ্ছা বলেন তো?তাদের সাথে আমাদের কি এমন পার্থক্য আছে?ওদের রাজনৈতিক অবস্হাও তো এমন আহামরি কিছুনা আমাদের তুলনায় যা জাতির উপর প্রভাব পড়বে!!বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ১৯৮৬ সালে খেললেও এখন কথা হচ্ছে ৯৭ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের গত ১৬ বছরে এ পর্যায়ে আসা। ১৯৮৬ সালের সেই দলটা আর অনেক আগে থেকে ওয়ার্ল্ড কাপ খেললেও লংকানরাও কিন্তু আমাদের মতন কাছাকাছি সময়ে উন্নতি করা শুরু করে মানে টুকটাক জেতা শুরু করে।

সময়টা নব্বইয়ের দশক। এরমধ্যে ১৯৯৬ সালে বিশ্বকাপ,এশিয়া কাপ,২০০৪ এর এশিয়া কাপ জেতে তারা। সেইসাথে ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনাল,২০০৭ আর ২০১১ এর বিশ্বকাপে রানার্সআপ হয় তারা। আমরাও টুকটাক কিছু জয় সেইসাথে সিরিজ জয় পাইলেও ওদের তুলনায় আমাদের অবস্হা অনেকটা কেরোসিন। আন্তর্জাতিক ক্রিকেটে এক শ্রীলংকানরাই একমাত্র জাতি যারা আমাদের কিছুটা ইজ্জত করে।

এই যেমন মহেলা জয়বর্ধনে কইসিলেন এরা(বাংলাদেশীরা) কয়দিন পরে আমাদের হেসেখেলে হারাবে। যাই হোক,এ সময়ের ভেতরে অর্থাৎ গত ১৫-১৭ বছরে ওরা জয়সুরিয়া,মহানামা,রানাতুঙ্গা,আতাপাত্তু,গুরুসিনহা,মুরালী,ভাস,সাঙ্গাকারা,জয়বর্ধনে,দিলশান,মালিঙ্গা,থিসারা পেরেরা,থারাঙ্গা,চান্দিমালের মত বিশ্বখ্যাত তারকা তুললেও আমরা বিশ্বকে শাকিব,তামিম,আশরাফুল এ ৩ জন ছাড়া বিশ্বমানের তারকা উপহার দিতে পারিনাই। আইসিসি র‌্যাংকিয়ে টেস্ট আর ওয়ানডেতে ওরা ১-৫ এর ভেতর ওঠানামা করে। আর আমরা একবার ৫ নাম্বারে গেসিলাম। সিরিজ আর টুর্নামেন্টগতভাবে সবচেয়ে বড় সাফল্য নিউজিল্যান্ডকে ৪-০ তে হোয়াইটওয়াশ করা।

মায়ের পেট থেকে তো আর কেউ ক্রিকেট শিখে আসেনা অথবা জ্বিনগত এমন কোন বৈশিষ্ট্যও কেউ নিয়ে আসেনা যা দিয়ে এক জাতি খালি চ্যাম্পিয়ন হবে আর আরেক জাতি বসে বসে হাওয়া খাবে। আমাদের প্লেয়ারদের সাথে ওদের শারিরীক গড় সাইজও একই। শক্ত ক্রীড়াসংগঠন?মানতে পারলামনা। বরং নেট ঘেটে যা পেলাম ওদের তুলনায় আমাদের ক্রীড়া সংগঠন অনেক শক্তিশালী। অর্থনৈতিক দিক থেকেও ওদের তুলনায় আমরা উপরে।

বিদেশী ট্রেইনার উভয়েরই আছে। এছাড়াও ফিক্সিং কেলেংকারীর রেকর্ড ওদের আর আমাদের নেই বললেই চলে যেখানে কাছাকাছি জাতিস্বত্তা নিয়াও এসব ব্যাপারে উপমহাদেশের অন্য দুই গুণধর ইন্ডিয়া আর পাকিস্তান রীতিমত বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সাংগাকারা যিনি প্রায়সময়ই ওয়ানডে আর টেস্টে এক নাম্বার ব্যাটসম্যান থাকেন আশাকরি পোস্টের মূলথিমটা বুঝাইতে পারসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.