আমাদের কথা খুঁজে নিন

   

গরিলা গ্লাসঃ যে গ্লাস গরিলার মত শক্ত (না পরলে মিস টাইপ পোস্ট )

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ গরিলা গ্লাস , এমন এক গ্লাস যাতে আপনি চাইলেও দাগ ফেলাতে পারবেন না। সকল স্মার্টফুনেই এখন এই গ্লাস ব্যবহার করা হয়। আসুন , জেনে নিই তার ইতিহাস । বিখ্যাত মোবাইল নির্মাতা কোম্পানী এপল ২০০৬ তে তাদের প্রথম আইফোন লঞ্ছ করে। প্রথমে এটির স্ক্রীন ছিল খুব শক্ত প্লাস্টিকের তৈরি।

কিন্তু একদিন মরহুম স্টীভ জবস বেটা দেখলো যে তার পকেটে রাখা চাবির সাথে ঘষা খেয়ে মোবাইলের স্ক্রীনে দাগ পড়ে গেছে (এত কিছু খেয়াল করে কেমনে খোদা মালুম )। সে ভাবল যে তার বায়ার রা নিশ্চই এই প্রব্লেম ফেস করতেছে । জবস ভাবল যদি এমন একটা ডিসপ্লে তৈরি করা যায় যেটা তে দাগ পড়বে না, তাহলে আইফুন এর বায়ার রাও খুশ, এপল ও খুশ। তো সে দৌর দিল বিখ্যাত কোম্পানি করনিং এর চিইও অয়েন্ডেল উইক্স এর কাছে। কইল ভাই আমারে বাচাও দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়ে যাইবো।

উইক্স কইল চিন্তা কইরো না। পৃথিবীর সবাই তোমারে চিনে আর তুমি আমারে চিনো তারমানে সবাই আমারে চিনে । আসল কথায় আসি, জবস তুমি যেই জিনিস চাইতেছ ঐটা আমাদের কোম্পানি করনিং ১৯৬০ এ তৈরি কৈরা রাখছে। আমরা জানতাম তুমি একদিন না একদিন আইবা । জবস বলল যে, আমার এই জিনিস লাগব নেক্সট আইফুন রিলিজ এর আগে।

উইক্স কইল ঠিক আছে ট্রাই করুম্নে। উইক্স তাদের কথা রাখিছে (সবাই কি আর আমাদের সরকার এর মত নাকি) । করনিং তাদের হেরসবারগ,কেন্টাকি ফ্যাক্টরি থেকে মাত্র ছয় মাসে গরিলা গ্লাস সাপ্লাই করল এপল এর কাছে, তাদের আইফোন এর জুন, ২০০৭ রিলিজ এর আগে। ১৯৬০ এ করনিং ক্যামিক্যালি শক্তিশালি গ্লাস এর উপর গবেষনা চালাইছিল,প্রজেক্ট মাসল এর অংশ হিসেবে । তারা তখন গরিলা গ্লাস তৈরি করতে সক্ষম হয়।

অবশ্য করনিং এটি বাণিজ্যিকভাবে বাজারজাত করেনি। ১৯৬৮ তে রেসিং কারের ওজন কমাতে ব্যবহার করা হয়েছিল। এপল কে সাপ্লাই দেয়ার পরপরি করনিং গরিলা গ্লাস এর বাণিজ্যিক বাজারজাতকরণ শুরু করে। গরিলা গ্লাস স্মারটফোনের পাশাপাশি ট্যাব্লেট,নোটবুক, টিভি তে ও ব্যবহার হচ্ছে। গরিলা গ্লাস অন্যান্য গ্লাসের মতই রিসাইকেল করা যায়।

মূলত গরিলা গ্লাস তৈরি হয় হেরসবারগ,কেন্টাকি (ইউ এস এ) এবং শিজুওকা(জাপান) । গরিলা গ্লাস ২.০ ২০১২ এর প্রথম দিকে করনিং গরিলা গ্লাস ২.০ এর নির্মাণ এর ঘোষণা দেয়। যা পূর্বের থেকে ২০% পাতলা কিন্তু একই সহ্যক্ষমতা , এবং একই স্ক্রেচ রেসিস্টেন্স। এই পাতলা গ্লাস ব্যবহারকারীকে দিবে আগের থেকে বেশি টাচ ফোনের মজা। উল্লেখ্য , গরিলা গ্লাস কে করনিং গরিলা গ্লাস ও বলা হয়।

আমি ওয়াচে থাকা অবস্থার পোস্ট। তখন ভাত না পাওয়ায় আবার দিলাম। ***** ছাগুদের কমেন্ট না করার আদেশ (রিকুয়েস্ট না) দেয়া হল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.