আমাদের কথা খুঁজে নিন

   

গরিলা গ্লাস সম্পর্কে জানতে চান , গরিলা গ্লাস আসলে কি জেনে নিন ।

আসলে গরিলা ডিসপ্লে গ্লাস কি অনেক জানেন আর অনেকে হয়ত জানেন না । তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গরিলা গ্লাস আসলে কি ।  গরিলা গ্লাস হলো অ্যালকালি-অ্যালোমিনোসিলিকেট যৌগের তৈরি এক ধরনের শক্ত ও মজবুত ডিসপ্লে, যা স্মার্টফোনের পর্দাকে দাগ, আঁচড়, ঘষা-মাজা এমনকি হাতুড়ির শক্ত আঘাত থেকেও রক্ষা করবে।  আর গরিলা গ্লাস ব্যাবহার করলে ডিস্প্লের এর টাচ রেসপন্স ও অনেক ভাল পাওয়া যায় । এই গরিলা গ্লাস সাধারনত কনিং কোম্পানি তৈরি করে থাকে ।

 গরিলা গ্লাসের ভিবিন্ন ভার্শন আছে।
গরিলা গ্লাস ভার্শন ১ -

গরিলা গ্লাসের এই ভার্শন হল সব চেয়ে পুরানো এবং তুলনামুলক কম মজবুত । এই গ্লাস সাধারনত নখের আচর ও হালকা আঘাত থেকে ডিসপ্লেকে রক্ষা করতে পারে এবং ডিস্প্লের এর টাচ করার ক্ষমতা আরো ভালো করে দেয় । এই ডিস্প্লের ডিভাইস গুলার দাম তলনামুলক কম ও এই গুলা সাধারনত এখন আর ব্যাবহার করা হয় না । আমাদের দেশের ওয়াল্টন এইচ ২ তে এই প্রজুক্তির ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে ।


গরিলা গ্লাস ভার্শন ২ - 

বর্তমান সময়ে সব থেকে বেশি ব্যাবহার করা হয় গরিলা গ্লাসের এই ভার্সন। এটা তুলনা মুলক সস্তা ও ডিসপ্লের ভাল মানের সুরক্ষা দেয়ার জন্য ব্যাবহার করা হয় । এই ডিসপ্লে ভাল মানের প্রেসার সহ্য করার ক্ষমতা রাখে । কাজেই আপনার হাত থেকে আপনার স্মার্ট ফোনটি পরে গেলেও আপনার ডিসপ্লেটি সুরক্ষা রাখার দায়িত্ত এই গরিলা গ্লাসের । বর্তমান সময়ে আমাদের দেশের বেশ কিছু সেট এ সুরক্ষা ব্যাবহার করা হয় ।

যেমন ওয়াল্টন এক্স ২, ওয়াল্টন আর ২, সিম্পনি জেট আইইত্যাদি ।
গরিলা গ্লাস ভার্শন ৩ - 

এই ভার্সন হল গরিলা গ্লাসের সব থেকে লেটেস্ট ভার্সন । এই ডিসপ্লের ফোন গুলাতে অসাধারন টাচ রেসপন্স পাওয়া যায় । আর এই ডিসপ্লে হাতুড়ির এর আঘাত অনায়েসে সহ্য করতে পারে, আর যে কোন ধরনের দাগ বা আচর থেকে ডিসপ্লে কে ৯৯% পর্যন্ত সুরক্ষা দেয় । আর এই ডিসপ্লে যে ফোন গুলাতে ব্যবহার করা হয় তাদের দাম ও বেশি হয় ।

আর কেউ কেউ বলে থাকেন এই ডিসপ্লে এত শক্ত যে এই উপর দিয়ে একটা ট্রাক গেলেও এ ডিসপ্লে ভাঙবে না । আমাদের ওয়াল্টন এবার নিয়ে আসছে এই প্রযুক্তির ডিসপ্লের ফোন Walton Primo ZX .
গরিলা গ্লাস সম্পর্কে আরো জানতে চাইলে ভিজিট করতে পারেন কনিং গরিলা গ্লাস এর অফিসিয়াল সাইটে ।  
আগে প্রকাশিত এখানে 

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.