আমাদের কথা খুঁজে নিন

   

সিটিসেলের প্রতারণা

রিয়াজ রিপন একই মাল্টিন্যাশনাল কোম্পানি শুধুমাত্র এই উপমহাদেশেই প্রতারণা করে। আবার ইউরোপ আমেরিকায় করে না। ইউরোপ আমেরিকায় প্রতারণা করলে সংশ্লিষ্ট দেশের সরকার ব্যবসা বন্ধ করে দেবে আবার মোট‍া অংকের জরিমানা করবে। এই ভয়েই মূলত কোম্পানিগুলো সব দেশে প্রতারণা করে না। এরকম একটি কোম্পানি হলো মোবাইল ফোন অপারেটর সিটিসেল।

সিটিসেলের মালিকানা প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত টেলিযোগাযোগ সেবাদাতা সিঙ্গাপুরের সিংটেল। এই সিংটেল সারাবিশ্বে ব্যবসা করে। কিন্তু বাংলাদেশে যেহেতু ব্যবসা করতে গেলে কোন ধরনের রুল-রেগুলেশনস মানতে হয় না তাই তারাও প্রতারণায় শামিল হয়েছে। গতকাল আমি নিজেই এর শিকার। সিটিসেল ব্যবহারকারী মাত্রই জানবেন যে প্রতিনিয়ত তাদের মোবাইলে নানাধরনের এসএমএস আসে।

এসব এসএমএসে কোম্পানি নানা ধরনের বোনাস অফার দেয়। ‘এত টাকা এত তারিখের মধ্যে রিচার্জ করলে এত টাকা বোনাস’ এই জাতীয় এসএমএস আরকি। তো সেদিন আমি সিটিসেলে ৪০ টাকা রিচার্জ করলাম। আমি সাধারণত এধরনের বোনাস-টোনাসের ব্যাপারে খোঁজখবর রাখি না। কিন্তু সেদিন হঠাৎ করেই ব্যালান্স চেক করতে গিয়ে দেখি আমার বোনাস আছে ৬০ টাকা।

মেয়াদ মাত্র দুদিন। অর্থাৎ মাত্র দুদিনে অমার এই ৬০ টাকা খরচ করতে হবে। তো খরচ করা শুরু করলাম। এমনিতেই প্রতি মিনিট কলরেট ১ টাকা ১৩ পয়সা। কিন্তু বোনাস টাকা থেকে কাটা হচ্ছে প্রতিমিনিট দুটাকা।

অর্থাৎ নামেই ৬০ টাকা বোনাস। যাই হোক তারপর কথা বলছি। কথা বলতে বলতে এক সময় দেখলাম বোনাস টাকা কাটেনি। না কেটে আমার মূল একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। ফলে ১৪ এপ্রিল শেষ হয়ে গেল আমি কলও করলাম।

কিন্তু বোনাস টাকা কাটল না। বোনাস টাকা এমনিই হাওয়া হয়ে গেল। মাঝখান থেকে আমার মতো ‘টোপ’ গিলে যারা কথা বলতে গেল তারা নিজেদের টাকা খোয়াল। এই টাইপের বাটপারি অন্য কোন দেশে করলে তাদের ঘাড় ধরে বের করে দিতো। কিন্তু আমাদের দেশে তো তা হবার নয়।

কাজেই মনের দুঃখ মনে পুষে রেখেছি। শুধু ক্ষোভের বহিপ্রকাশ না ঘটালে নাকি মানুষ অসুস্থ হয়ে যায়। তাই মূল ক্ষোভের বহিপ্রকাশ ঘটানোর জন্যই ব্লগে বিষয়টা শেয়ার করলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.