আমাদের কথা খুঁজে নিন

   

পিঁপড়ার কাণ্ড!

চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! পিঁপড়া পরিশ্রমী প্রাণী_ এ কথা প্রমাণিত সত্য। ভার বহনে পিঁপড়ার তেমনই কেরামতি ক্যামেরাবন্দি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী লেসি সেবাস্টিয়ান। ৪৮ বছর বয়সী এ আলোকচিত্রী ইন্দোনেশিয়ার জাকার্তায় তার মায়ের বাড়ির কাছে গাছের ডালে হঠাৎ দেখতে পেলেন পিঁপড়ারা পাতা ও ডিম বহন করে নিয়ে যাচ্ছে। ক্যামেরা হাতে দ্রুত লেগে গেলেন ছবি তুলতে। তখন দেখা পেলেন পিপীলিকা জগতের হারকিউলিসকে (!)।

ছয় পায়ে নয়, চার পায়ে খাড়া দাঁড়িয়ে মুখ উঁচু করে তাতে তুলে নিয়েছে নিজের আকারের অনেক গুণ বড় একটি ফুলের বোঁটা। অসাধারণ ভারসাম্য রক্ষা করে গাছের ডাল বেয়ে ডেরায় ফিরছে। খুদে প্রাণীর ছবি তুলে হাত পাকানো লেসি সেবাস্টিয়ানের সে দৃশ্য ধারণ করতে সময় লাগল না। তিনি বললেন, সার্কাসেই কেবল এমন ভারসাম্যের খেলা দেখা যায়। যেমন করে ঘূর্ণায়মান প্লেট হাতে সার্কাসের মেয়েরা দড়ির ওপর দিয়ে এগিয়ে চলে ঠিক তেমনই।

লেসির এ ছবিটি প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। সেখানে ছবিটির বর্ণনায় বলা হয়েছে_ এফ অ্যান্ট অ্যাস্টিক। সত্যিই ফ্যানটাসটিক! সূত্র : সমকাল ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।