আমাদের কথা খুঁজে নিন

   

পিঁপড়ার ভারসাম্য রক্ষার রহস্য উদ্ধার!

বাঙ্গাল মানুষ
পিঁপড়া নিজের তুলনায় অনেকগুণ বেশি ভার বহন করতে পারে। কিন্তু এ ভার বহন করতে কিভাবে ভারসাম্য রক্ষা করে সে রহস্য সম্প্রতি বের করেছেন মার্কিন গবেষকরা। এ কাজে গবেষকরা ব্যবহার করেছেন উচ্চ গতিসম্পন্ন ভিডিও ক্যামেরা। খবর বিবিসি অনলাইনের। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভার বহনের বেলায় সবচে গুরুত্বপূর্ণ ভ‚মিকাটি রাখে পিঁপড়ার ঘাড়।

অনেক ভারি এবং বড় জিনিস বহন করতে মজবুত এ ঘাড়েরই সাহায্য নেয় পিঁপড়া। এগুলো নিয়ে অনেক দূরত্বও অতিক্রম করতে পারে। একত্রে ভার বহন এবং ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন বলেই জানিয়েছেন গবেষকরা। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অন্যদিকে মানুষের ক্ষেত্রে বড় এবং ভারি বস্তু বহনের সময় ভারসাম্য রক্ষা করা কঠিন। কিন্তু এ কঠিন কাজটি পিঁপড়া সহজেই করতে পারে তাদের সহযোগী পায়ের উপর ভর করেই।

গবেষকরা জানিয়েছেন, পিঁপড়ার শরীরে ভারসাম্য রক্ষার জন্য যে ভরকেন্দ্র থাকে, সেটি নির্ধারণ করে দেয় তার সহযোগী পা। বড় খন্ড বহনের সময় পিঁপড়া ক্ষুদ্র কোন তৈরি করে তার ভারসাম্য বজার রাখে। তাই বন্ধুর পথে ভারী ও বড় বস্তুও বহন করতে কোনো সমস্যা হয়না পরিশ্রমী এ প্রাণীটির।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।