আমাদের কথা খুঁজে নিন

   

পিঁপড়ার শয়তানি

............................................

গতকাল রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ গভীর রাতে বাম চোখটাতে কেমন যেন কিরকির করছিল। পাশে বোনকে উঠিয়ে বললাম...দেখ তো চোখে কি হল?! সে ঘুম ঘুম চোখে বলল....যা চোখে ভালো মত পানির ঝাপটা দে দেখ ঠিক হয়ে যাবে। আমি দিলাম কিন্তু তারপর ঘটনা হলো আরো খারাপ। আমার চোখ চরম কিরকির করতে লাগলো। তারপর ঘরে এসে কান্নাকাটি করার পর বোন চোখ দেখতে লাগলো.....দেখলো.....তিনটা লাল পিঁপড়া আমার চোখের সাদা অংশটাতে কামড়িয়ে বসে আছে। আমি তখন ভাবছিলাম হায়রে এ কি বিপদ!! বোন পিঁপড়াদের বের করছিল আর আমাকে বকা দিয়ে বলছিল, কি করেছিস বল তো....এইগুলো তোর এখানে কেন!! আর তারা এমনই বিদ্রোহী ছির যে কোনোভাবেই নামতে চাচ্ছিল না। জোর করে কাপড় দিয়ে ঘষে ঘষে তাদেরকে বের কররা লেগেছে। অবশেষে সেই তিন শয়তানকে বের করা হল কারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখলাম চোখটা সাদা হয়ে গেছে আর বুঝাও যাচ্ছে না। আমার মাথায় ঢুকলো না খাটের কোথাও একটা পিঁপড়া ছিল না অথচ ওরা কোথা থেকে আসলো! আর আসলো ঠিক আছে কামড়াবে তাও ঠিক আছে কিন্তু ঘুমন্ত মানুষ ছিলাম আমি চোখে ঢুকলো কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।