আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রিয় সত্য --------- ব্রিটিশ মৌলবাদ

চৌধুরী হাফিজ আহমেদ বঙ্গনুর পত্রিকা টি যে এত জনপ্রিয় তা প্রথমে বুঝতে পারিনি ,ব্রিটিশ মৌলবাদ এর লেখনীতে এত সাড়া পাব তাও বুঝিনি । আসলে ব্রিটিশ রা সব দিক দিয়ে ই আলাদা , তাদের মধ্যে নিজ স্বার্থ প্রথমে । রানীর কয়েক পরুষ অতীতে ধর্মে ই তাহারা এক্ টি নতুন শাখা যুক্ত করে নিয়ে করেছিলেন চার্চ অব ইংল্যান্ড । চাহিদা মেটানো পর্যন্ত তাদের সব কিছু ই । চাহিদায় আঘাত লাগলে রক্ষে কই !! বেয়াড়া জীবনে তাদের প্রয়োজন মেটাতে দরকার জন শক্তির তাই –বিশ্ব ব্যাপি আয়োজন ।

এখন এই জন শক্তি বোঝা – তাই এমন আইন করা হয়েছে যা অবিশ্বাস্য । ধর্মের ব্যাপারে ও তাদের একই দদৃষ্টি ভঙ্গি , পুরুষে পুরুষে বিবাহ আইনের বৈধতা পাবার আগে বিতর্কে না জড়াতে মহিলা যাজক দের নিয়োগ জায়েজ করা হয় । মহিলাদের নিয়ন্ত্রন করতে চার্চের নিয়ম শিথিল করে তাদের অবৈধতা কে অর্থাৎ মহিলা মহিলায় বিবাহ কে আগেই মেনে নেয়া হয় । অবাদে যৌনতার সকল ক্ষেত্র ই ঠিক রাখা হল । মোদ্দা কথা ওরা ধর্মের রন্দ্রে রন্দ্রে ।

কিন্তু অদের মন চাহি দৈনন্দিনতায় ধর্ম নেই । তবু তাদের জন্ম থেকে মৃত্যু অব্দি ধর্ম জাল বিছানো । অঢেল পয়সার মালিক এই চার্চ গুলা । বিশ্বে ধনী বণিকদের তালিকায় তাদের গুণতে হয় । জাতি স্বকীয়তায় চরম মৌলবাদী মানসিকতায় তাদের অহংবুধ রক্ষায় রাষ্ট্র থেকে সাধারন জনগন পর্যন্ত একটি মূল্য বুদ কাজ করে ।

সারা জীবন আয় রোজগার করে যে বাড়ী কেনা হয় তা মৃত্যু হলে যায় অনেকটি দানে । সেই দানের ভাগীদার হয় চার্চ । জমি জামা বিষয় সম্পদ আলটি মেটলী সব কিছুই রাষ্ট্র নিয়ন্ত্রিত দান সংস্তায় , তার ও তত্ত্বাবধানে থাকে চার্চ না এর কোন এক দাতব্য প্রতিসটান । সেই ইউনাইটেড কিংডমে সবচেয়ে প্রভাব শালী ল্যান্ডলর্ড হল চার্চ । তাদের বাসা বাড়ীর ভাড়ার মাসিক আয় বিশাল অংকের ।

সেই সব টাকা ই নতুন করে বিনিইয়েয়াগ করে তাদের ধর্ম মত প্রচারে বিশ্বময় । সেই ক্ষেত্রে আমাদের মাছজিদ গুলা নিতান্ত ই গরীব । আমি সাউথ ওয়েলস এর নিথ শহরে কাজ করতাম , থাকতাম ও পাশের গলিতে । গলির অপর পার্শে ছিল চার্চ । পাদ্রি বিকেল বেলায় হাটতে বের হত তখন আমার ও কাজে যাবার সময় তাই প্রায় ই দেখা হত , দৃষ্টি বিনিময় থেকে কথা বিনিময় ।

জানার পালা যখন তখন তো অবাক । তাহার কথায় বেশ মজাই পেতাম । চার্চ নিয়ে যে হাজারো কৌতুক প্রচলিত তাও জানলাম , খ্রিস্টবাদের মৌলিকতার শিকড় যে কত গভীরে তা আমরা সচরাচর চিন্তা ও করিনা । তাদের কাছে সম্পদ এবং প্রাচুর্যয় কত যে মূল্য রাখে তার সীমা নেই । তাদের মধ্যে হাজারো ধরনের গ্রুপ রয়েছে ।

একেক গ্রুপ ওপর থেকে ভিন্ন্য কিন্তু টাকা ও সম্পদে এক , আধিপত্য বিস্তারে তাদের তাদের নীতি ও মত অভিন্ন । আমি অবশ্য অনুসন্ধানী তাই ,তাদের জীবনের লা পরওয়া হয়ী ব্যাপারে ব্যাপক ভাবে জানার চেষ্টা ই করি । বহু মানুষ সেবক পাদ্রী যাজক ন্যান দের মত পথ বুঝার চেষ্টা করি এবং আমার ধর্ম মত কে বুঝাতে আপ্রান চেষ্টা করি । তাদের কে যত ই বুঝতে যাই ততই আমি আল্লাহ্‌র কুদ রাতের বিশালতায় মুগ্ধ হই । এত শত অন্যায়ের পরে ও আল্লাহ তাহার মহিমায় বাঁচিয়ে রেখেছেন ।

চেহারা সুন্দর হলেই যে সব কিছু সুন্দর হবে তা কোন ক্রমেই নয় । ব্রিটিশ ইউরোপিয়ান দের চেহারা সুন্দর বটে মনের বরবরতায় – তাদের চাইতে অগ্রগামী আর কেহ ই নয় । বিশ্ব ব্যাপি তাদের মনের নোংরামি এখন প্রায় প্রকাশ্য -। প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত তাদের চার্চ দাপট লক্ষণীয় । কারাগার গুলায় উপচে পরা ভীরে চার্চ বা মিশনারীদের কর্ম কাণ্ড চোখে পরার মত ।

চার্চের পাদ্রী দের মধ্যে কয়েক শ্রেণী রয়েছে । তাদের কর্ম তৎপরতায় যে ধরনের আগ্রহতা প্রকাশ পায় তাহাতে ও ব্যবসা বিদ্ধ্যমান । ব্যবসায়ী ক ফন্দি কিংবা বুদ্ধি তাহারা ছাড়া আর কেহ জানে বলে তাহারা মনে ই করেনা । তাদের ধর্মের মধ্যে যতই গুনাগুন তাদের কর্মের মধ্যে তাহার বিস্তর ফারাক্ক্ব । দেখুন নাহ পশুদের মধ্যে যার প্রচলন নেই তার চেয়ে ঘ্রিন্যতমতা-মেয়ে মেয়ে – পুরুষ পুরুষ বিবাহ পর্যন্ত তাদের বৈধতা পায় , এমন কি সমকামীরা ধর্ম যাজক পর্যন্ত হতে পারে ।

আকাশ থেকে পাতাল পর্যন্ত যত সৃষ্টি আছে কোথাও এই রকম জোড়া নেই । এ যেন ধর্ম বাণী নয় , যখন যা ইচ্ছা – স্বার্থ বাণী । তাদের মহত্ত্ব যতোটা দেখানো এর চাইতে তাদের হিংস্রতা হৃদয়ে লোকানো অনেক বেশী । তাদের মানবিকতা হিংস্রতায় অনেকের মাঝে পিতা পুত্রের – পিতা –মেয়ের – স্ত্রীর স্বামীর বেদাবেদ বা খবর নেই । ছেলে কিংবা মেয়ে জানেনা তার পিতা দেখতে কেমন ।

আর মেয়েদের কথা তো না ই বা বললাম । টম কিংন্স নামে এক নিয়মিত গ্রাহক , তাহার সাথে তর্কে একবার বলল তাহার সন্তান ২২ থেকে ২৮ জন । ৯ /১১ গার্ল ফ্রেন্ড হবে ছিল তার । সবার কোলেই সন্তান , যৌন চাহিদা মেটাতে রাজী কিন্তু বিয়ে করবে না অনেকেই । শেষে পুরুষ দের সঙ্গী মদ মেয়েদের সঙ্গী কুকুড় –ব্রিটিশ জাতীর কুকুর প্রেম কিন্তু অচিন্তনীয় ।

পাদ্রী একবার এ্কটি জউক বলেছিল হুবাহু নয় তবে শুধু মাত্র বুঝার স্বার্থে চুটকি আকারে তোলে দিলাম – পাটকদের জন্য –বুড়া বুড়ি শুধু ঝগড়া আর ঝগড়া, কিন্তু তাদের মায়া মুহাব্বাত ও কম নাহ । উভয়ে শরণাপন্ন হল পাদ্রীর –তিনি বেয়্যাপার টি শুনে বুড়ো কে বললেন তুমি যাও চ্যারিটি করতে – বুড়ী কে বললেন তুমি নাও একটি কুকুর যা তোমার ই কথা শুনবে শুধু , গাইড ও হবে এবং বুড়ার বিরহ ভুলতে ও সহায়ক হবে –don`t worry i `ll visit you for cup of tea . you are not alone dog is there for you .if not enough come to god house- not son father is here for you ! but pls make appointmet before you come !!!! বঙ্গনুর পাঠকদের এবং বিশ্বের তামাম মিল্লাতে মুসলিমদের প্রতি রইল পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারাক । হাজী সাহেবদের অগ্রিম হাজ্জ মুবারাক । বরাবরের মত বলব ঈদে গরীব দুঃখীদের ভুলে যায়েন না । বিধর্মীদের মতো স্বার্থে গা ভাসাবেন না ।

যা করবেন লালসা উরধেধ আল্লাহ সন্তস্টীর জন্য ই করুন এবং এতে ই কল্যাণ নিহিত । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.