আমাদের কথা খুঁজে নিন

   

নৈরাজ্যের তদারককারী এম কে আনোয়ার, খোকা ও মির্জা আব্বাস: বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেছেন, পল্টন এলাকায় হেফাজতে ইসলামের নৈরাজ্যের তদারককারী হলেন বিএনপির নেতা এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা। আর ওই নৈরাজ্যে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জামায়াতের ঢাকা মহাননগরের সহকারি সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ ও শিবিরের সাধারণ সম্পাদক আবদুর জব্বার।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পরিবেশ ও বনমন্ত্রী। তিনি বলেন, যাঁরা এসব ঘটনা ঘটিয়েছেন ও মদদ দিয়েছেন তাঁদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, নৈরাজ্যকারীদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছেন।

তিনি ‘রাজনৈতিক উন্মাদের’ ভাষায় কথা বলেছেন।
তাঁর এখন মানসিক চিকিত্সা প্রয়োজন। তিনি প্রমাণ করেছেন রাজনীতি করার ক্ষেত্রে তিনি অযোগ্য।
পরিবেশ ও বনমন্ত্রী আরও বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের আশ্রয়-প্রশ্রয়েই হেফাজতে ইসলাম ওই নৈরাজ্যকর ঘটনা ঘটিয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে সংবাদ সম্মেলন করছেন।

এ সময় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উপস্থিত ছিলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.