আমাদের কথা খুঁজে নিন

   

*মুভি গাইড* ১০০টি মুভির রেটিং (৯৯টি বিদেশী+১টি দেশী)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com মুভি গাইড: কি দেখবেন বা দেখা উচিত, কি দেখবেন না বা বর্জনীয় সুখবর মুভিপ্রেমীরা! অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ দেড় বছরের অধিক সময় পর *মুভি গাইড* মুভি রেটিং সিরিজের প্রত্যাবর্তন। ২০০৮ সালে প্রথম প্রকাশের পর ব্লগের এই ইউনিক পোস্ট সিরিজ ব্লগার/পাঠকবন্ধুদের ভালবাসা আর আগ্রহে আবার উজ্জীবিত! দীর্ঘকালব্যাপী এই সিরিজের পোস্টগুলোতে আপনি পাবেন আমার দেখা শত শত মুভির জন্য অরিজিনাল ফাইভ স্টার রেটিং। যা সবচেয়ে নির্ভরযোগ্য (IMDB -এর চেয়েও!*) মুভি রেটিং। যা নিঃসন্দেহে আপনাকে সঠিক মুভি নির্বাচন করতে সহায়তা করবে এবং ভুল মুভি দেখে সময় নষ্ট করা থেকে বিরত রাখবে।

আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন মুভিটি দেখবেন বা দেখা উচিত ও কোন মুভিটি দেখবেন না বা বর্জনীয়। কোন মুভিটির ডিভিডি কিনবেন বা কোনটি না কিনে পয়সা ও সময় বাঁচাবেন তা নির্ধারণ করতে আমার মুভি রেটিং আপনাকে সহায়তা করবে। এই মুভি রেটিং লিস্টগুলোতে আপনি এমন কিছু মুভি পাবেন যা অন্যরা ওভারলুক করেছে বা হদিস পাননি, থাকছে আন্ডাররেট ও ওভাররেট করা মুভিগুলোর সঠিক মূল্যায়ন। তাছাড়া সাম্প্রতিক সময়ের মুভিগুলোর পাশাপাশি প্রচুর ক্লাসিক মুভির রেটিং পাবেন, যে সব মুভি মুভিপ্রেমীদের জন্য দেখা ফরজ! তালিকার অনেক মুভিই হয়তো আপনি আগেই দেখে থাকবেন, সেক্ষেত্রে আমার রেটিং কাজ করবে মানদণ্ড হিসেবে। কোন মুভি নিয়ে আপনার সঙ্গে আমার হয়তো মতভেদ হতে পারে, কিন্তু আপনার মতের পেছনে যদি থাকে পছন্দ-অপছন্দ, আমার মতের পেছনে থাকবে কোন শৈল্পিক বা যৌক্তিক কারণ।

আমার মত আপনি গ্রহণ করবেন কিনা সে দায়িত্ব আপনারই। প্রতিটি মুভি আমি যথাসম্ভব শট বাই শট দেখি। মুভির কারিগরি দিক থেকে শুরু করে দার্শনিক দিক পর্যন্ত বিশ্লেষণের পরেই কোন মুভি রেটিং করে থাকি। তাই আমার বিশ্বাস এই মুভি রেটিংগুলো আপনি অনুসরণ করলে একজন মুভিপ্রেমী হিসেবে আপনার মুভি চেতনা ও মুভি টেস্ট উন্নীত হবে ভিন্ন উচ্চতায়। তা হলে চলুন আমার সঙ্গে মুভি জগতে।

যারা সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা! এই কিস্তির মুভি রেটিংগুলো দেখবার আগে প্রথমেই আমার রেটিং ভাষাটা একটু সাধারণ ভাষায় জেনে নিন: ৫/৫- মাস্টারপিস/ক্লাসিক/মাস্ট সি ৪.৫/৫ - প্রায় ক্লাসিক/ডোন্ট মিস ৪/৫- অসাধারণ/খুব ভালো/দেখা উচিত ৩.৫/৫- যথেষ্ট ভালো/দেখলে ভালো হয় ৩/৫- ভালো/আরও ভালো হতে পারতো/দেখতে পারেন ২.৫/৫- গতানুগতিক/হতাশাজনক/না দেখলেও চলবে ২/৫- দুর্বল/না দেখাই ভালো ১.৫/৫- ফালতু/দেখার প্রশ্নই আসে না ১/৫- বাজে/অখাদ্য/আবর্জনা ০.৫/৫- কুৎসিত/ষাঁড়ের গোবর ০/৫- ডিরেক্টর, কাস্ট-ক্রু, প্রডিউসার সবাইকে ফাঁসিতে ঝুলানো দরকার! এবার দেখা যাক কোন মুভির কি অবস্থান: হলিউড+অন্যান্য (৯৯টি মুভি): • 2012: 3.5/5 • A Serious Man: 4.5/5 • A View To A Kill (1985): 2.5/5 • Adventureland: 4/5 • All about Steve: 2/5 • Alvin and The Chipmunks 2: The Squeakquel: 2/5 • Amreeka: 4.5/5 • An Education: 4.5/5 • Bright Star (British/Australian/French): 4/5 • Chain Reaction: 3/5 • Clash of The Titans: 3/5 • Constantine: 2.5/5 • Copout: 3/5 • Couples Retreat: 2/5 • Crank 2: High Voltage: 3/5 • Defiance: 4/5 • Dial M for Murder (1954): 4/5 • Dr. No (1962): 4/5 • Family Plot (1976): 3.5/5 • Faster: 2.5/5 • For Your Eyes Only (1981): 3.5/5 • Halloween II: 2.5/5 • Happily Never After: 3/5 • Hidden (Skjult) (Norway): 3/5 • How To Train Your Dragon: 4/5 • Ice Age 3: Dawn of The Dinosaurs: 3.5/5 • Jennifers Body: 2/5 • Kill Theory: 3/5 • Lake Mungo: 3.5/5 • Leap Year: 3/5 • Licence To Kill (1989): 3/5 • Life Is Beautiful: 5/5 • Live And Let Die (1973): 3/5 • Looking For Eric (French-Belgian-British): 4/5 • Lymelife: 3/5 • Macgruber: 2/5 • Mall Cop: 3/5 • Marnie (1964): 3.5/5 • Max Payne: 2.5/5 • Memento: 5/5 • Messengers 2: The Scarecrow: 1/5 • Moonraker (1979): 2.5/5 • New Moon: 3/5 • North by Northwest (1959): 5/5 • Octopussy (1983): 2.5/5 • Open Season 3: 2.5/5 • Planet 51: 3/5 • Precious: 4/5 • Prince of Persia: The Sands of Time: 3.5/5 • Psycho (1960): 5/5 • Rear Window (1954): 5/5 • Road Trip: Beer Pong: 1/5 • Salt: 3.5/5 • Saw VI: 2.5/5 • Sita Sings The Blues: 4/5 • Sleep Dealer (USA/Mexico): 4/5 • Soloist (USA/UK/France): 3/5 • State of Play: 4/5 • Stone of Destiny: 3.5/5 • Sunshine Cleaning: 3/5 • Taking Woodstock: 4/5 • Terminator 2: The Judgment Day: 5/5 • Terminator 3: Rise of The Machines: 3.5/5 • Terminator Salvation: 3/5 • The Birds (1963): 5/5 • The Blind Side: 4/5 • The Bounty Hunter: 2.5/5 • The Final Destination: 2/5 • The Godfather Part I: 5/5 • The Godfather Part II: 5/5 • The Godfather Part III: 4/5 • The Last Song: 3/5 • The Lord of the Rings: The Fellowship of the Ring: 5/5 • The Lord of the Rings: The Return of the King: 5/5 • The Lord of the Rings: The Two Towers: 5/5 • The Man Who Knew Too Much (1956): 4/5 • The Man With The Golden Gun (1974): 3/5 • The Matrix Reloaded: 4/5 • The Matrix Revolutions: 3.5/5 • The Matrix: 5/5 • The Messengers: 2/5 • The Ramen Girl: 3/5 • The Reader: 4.5/5 • The Secret In Their Eyes (Argentina/Spain) (El Secreto De Sus Ojos): 5/5 • The Spy Next Door: 3/5 • The Spy Who Loved Me (1977): 3.5/5 • The Stranger: 2.5/5 • The Trouble With Harry (1955): 3.5/5 • The Unborn: 1/5 • The Uninvited: 3/5 • The Vicious Kind: 3.5/5 • The Wrong Man (1956): 4/5 • To Catch A Thief (1955): 4/5 • Topaz (1969): 3.5/5 • Transporter 3: 2.5/5 • Triangle: 4/5 • When In Rome: 3/5 • Worlds Greatest Dad: 4/5 • Wrong Turn at Tahoe: 3/5 বাংলাদেশ (১টি মুভি): • Guerilla: 3.5/5 প্রিয় পাঠক, তালিকায় ভালো রেটিং প্রাপ্ত আপনার অদেখা মুভিগুলো দেখে ফেলুন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভালো ভালো মুভি দেখবেন। হ্যাপি মুভি টাইম! I Love Movies! http://moviecriticblog.wordpress.com নোট: *কেন IMDB -এর রেটিংয়ে নির্ভর করবেন না তা নিয়ে আগামীতে গবেষণালব্ধ পোস্ট দিব। আপাতত এটুকু জানুন, IMDB -এর রেটিং ভিত্তিক কোন মুভি লিস্টে ভরসা করবেন না।

ছবি: The Secret In Their Eyes পাঠকদের সুবিধার্থে এক নজরে *মুভি গাইড* মুভি রেটিং সিরিজ: ২০১২ *মুভি গাইড* ১০০টি মুভির রেটিং (৯৯টি বিদেশী+১টি দেশী) *মুভি গাইড* ৫৭টি মুভির রেটিং (হিন্দি+তামিল+বাংলা) ২০১০ *মুভি গাইড* ২০টি মুভির রেটিং/রিভিউ (একটি অন্যরকম পোস্ট!) আমার মুভি দেখা, মুভি রেটিং এবং দুটি কথা *মুভি গাইড* ৭৪টি মুভির রেটিং *মুভি গাইড* ৫২টি মুভির রেটিং (হলিউড+বলিউড+অন্যান্য) ২০০৯ *মুভি গাইড* মুভি রেটিং/রিভিউ: জানুয়ারিতে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং: ফেব্রুয়ারীতে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং/রিভিউ: মার্চে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং: এপ্রিল-মে মাসে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং: জুনে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং: জুলাই-আগস্টে দেখা মুভি *মুভি গাইড* ৫০টি মুভির রেটিং ২০০৮ *মুভি গাইড* মুভি রেটিং/রিভিউ: আগস্টে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং/রিভিউ: সেপ্টেম্বর-অক্টোবরে দেখা মুভি *মুভি গাইড* মুভি রেটিং: নভেম্বর-ডিসেম্বরে দেখা মুভি  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.