আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ যে যুক্তিতে ছাটাই করে, সেই যু্ক্তিতে গ্রামীণ ফোনকে জাতীয়করণ করা হোউক

Grameenphone Profit Climbs 76% to 18.9 Billion Taka গ্রামীণ ফোন তার কর্মীদেরকে ব্যাবহার করে নেটওয়ার্ক তৈরী করে যেমন এখন অপ্রয়োজনীয় বলে ছুড়ে ফেলে দিচ্ছে বাংলাদেশ সরকারও একই যুক্তিতে টেলিনরকে দিয়ে দেশের মোবাইল টেলিকম নেটওয়ার্ক তৈরী করার পর লাথ্থি দিয়ে দেশ থেকে বের করে দিতে পারে। যুক্তিটা হইল- গাঙ ফুরাইলে মাঝি শালা। টেলিনর আর গ্রামীণ টেলিকমের যৌথ মালিকানার গ্রামীণ ফোন ধুমায়া মুনাফা করতেছে। গত এক বছরে গ্রামীণের মুনাফা ১ হাজার ৭০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা। অর্থাৎ মুনাফা বৃদ্ধির হার ৭৬% ।

মুনাফার এই রকম বৃদ্ধির পরও দুনিয়ার কোন দেশের ইতিহাসে পাইকারি হারে কর্মী ছাটাইয়ের উদাহরণ নাই। কোন দেশেই বিদেশী কোম্পানিকে লসে থাকলেও কর্মী ছাটাই করতে দেয়া হয় না, আর বাংলাদেশে বহুজাতিক লুটেরা কোম্পানি বছরে হাজার হাজার কোটি টাকা মুনাফার বাইরেও ওভার ইনভয়েসিং, ট্যাক্স ভ্যাটি ফাকি দিয়ে ডলার পাচার তো করছেই, এখন তাদের জিহ্বা এত বড় হইছে যে তারা যেই কর্মীদের পরিশ্রমে এই মুনাফা হইতেছে তাগোরেও পাইকারি হারে ছাটাই করতেছে। কত্ত বড় সাহস এই বহুজাতিক কোম্পানির- জাতীয় করণ করে এর উপযুক্ত জবাব দেয়া দরকার- নইলে দেশে চাকরির বাজার ধ্বংস হয়ে যাবে। সকল বিদেশী কোম্পানি এখন শকুনের মতো তাকিয়ে আছে গ্রামীণের দিকে। কি ঘটে দেখার জন্য।

যদি গ্রামীণ অবলিলায় এই ছাটাই চালায়ে যেতে পারে, তাইলে তারাও শুরু করবে। আর যদি না পারে, যদি গ্রামীণকে দাত ভাঙ্গা জবাব দেয়া যায়, তাইলে তারাও সাহস করবে না। কাজেই সরকারের পক্ষ থেকে এখনই গ্রামীণকে জাতীয় করণের হুমকি দিয়ে ছাটাই বন্ধ করতে হবে, পারলে গ্রামীণকে জাতীয়করণ করে টেলিটকের সাথে একীভূত করে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক শক্তি শালী করা হউক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.