আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ফোন আই পি ও লটারী ছাড়ছেন নি।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বাজার বড় হবে সূচক বাড়বে, কিন্তু শেয়ারের দাম বাড়বে কি না সন্দেহ। গ্রামীণ ফোন পুজিবাজার হইতে মূলধন সংগ্রহ করছে ৪৮৬ কোটি টাকা যা প্রিমিয়াম সহ অতিরিক্ত ২৯১২(দুই হাজার নয় শত বারো)কোটি টাকা অতিরিক্ত টাকা মার্কেট হইতে নিয়ে যাবে। যে টাকা শুধু প্রেমালাপ সহ অতিরিক্ত আলাপচারিতায় ব্যায় হবে। আজ হইতে শুরু আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এই অতিরিক্ত টাকা গ্রামীণ ফোন তাদের টেকনোলজি উন্নত করবে।

বলে শেয়ার হোল্ডারদের আশ্বস্ত করেছে। তা যাই হোক এই অতিরিক্ত প্রিমিয়াম এর টাকা দিয়ে বন বিভাগের জন্যে টহল জোরদার করার জন্যে হেলিকপ্টার কেনা যেত। এই টাকা দিয়ে ২৫টি মাঝারী ব্রীজ করা যেত। এই টাকা দিয়ে ২০০০ হাজার প্রাইমারি স্কুল পাকা করা যেত। বন্ধ পাঠ কল চালু করা যেত।

রেলওয়ের ইন্জিন ক্রয় করা যেত। ১০০০ বড় বাস ঢাকার রাস্তার জন্যে নামানো যেত। হাজীদের স্বল্প ব্যায়ে হজব্রত পালনের জন্যে যাত্রীবাহী দুইটি বড় জাহাজ বানানো যেত। আরো অনেক সরকারের পক্ষে কাজ করা যেত। তা না করে আমরা আরামে গল্প করার জন্যে আর রাত্রে ফুটুর ফুটুর করার জন্যে গ্রামীণ ফোনের আই পি ও লাটারী পুজিবাঁজারে এলেও মানূষের পকেট থেকে টাকা বের হয়ে যাওয়ার পথ বেরুবে।

কিন্তু মানূষের আয় বাড়বে না। গরীব আরো গরীব হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.