আমাদের কথা খুঁজে নিন

   

লেখালেখির হাতে খড়ি-২

আত্মোন্নয়ন মূলক প্রবন্ধ, কবিতা, অনুবাদ এর পর একটা ব্লগ খুলে ফেললাম- হাতড়াতে হাতড়াতে। দিনে দিনে এটা একটা সাইজে আসলো, কাজ করার মতো। ব্লগটির নাম http://www.prosperouslifeforall.blogspot.com ইংরেজিতে লিখি। ভিজিটরের সংখ্যা মোটামুটি। এরপর আর একটি ব্লগ খুললাম- http://www.learningenglishforall.blogspot.com -যেখানে আমি ক্যাজুয়ালি কিছু এস এস সি এবং এইচ এস সি ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ক পোস্টিং দিতাম।

বিষ্মিত হলাম যে, দ্বিতীয় ব্লগে ভিজিটরের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকল। বাংলা লেখার তখনও সাহস করিনি কারণ বাংলা টাইপ করা কঠিন আর বানান প্রচুর ভুল হয়। ইন্টারনেটে লেখা যায় না। তারপর লক্ষ্য করলাম ফেইসবুকে কেউ কেউ বাংলা লিখছে। আমি চেষ্টা করলাম পারলাম না।

ফেইসবুকে স্ট্যাটাস দিলাম Is there any one to help me how to write bangla in facebook ? কিছুক্ষণ পরেই একজন ( পরে জানলাম আমার ছাত্র ) উত্তর দিল ‘Sir please download avro keyboard from this link-------. If you face any problem, please let me know. ’ আমি ডাউনলোড করলাম কিন্তু কিছু সমস্যা থাকলো। তখন আমি আমার ছাত্র মোমেনকে জানালাম। সে বাংলা ফন্টের কিছু লিংক দিল, আমি ইনস্টল করার পর সহজে বাংলা লেখতে পারলাম। মজার ব্যাপার, স্পেল চেক দিয়ে বানান ঠিক করার ব্যবস্থা আছে। আমি আনন্দে ডগমগ।

আমি ফেইসবুকে দুই লাইন গান লিখে দিলাম। এর মধ্যে আমি বিখ্যাত কবির কিছু কবিতা অনুবাদ করলাম, নিজেও কিছু কবিতা লিখলাম। ভাল লাগতে লাগলো। আমার ছেলের বন্ধু কাজী ফুয়াদের সাথে আলাপ করতে করতে http://www.somwhereinblog.net এর সন্ধান পেলাম। রেজিস্ট্রেশনের পর কিছু পোস্টিং দিলাম, ধীরে ধীরে safe স্ট্যাটাস পেলাম।

দেখা যাক কত দূর যাওয়া যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.