আমাদের কথা খুঁজে নিন

   

হেমন্তের ছায়াসঙ্গী-১

ঘৃণা ও ভালবাসার সম্মিলিত রোদন অর্ফিয়ুস হয়ে ফোটে নিবিড় আঙুলে শিল্পীর অনবদ্য প্রতিভায় দহনকালেও অম্লান হয় গান প্রযোজিত হয় যৌথ সাঁতার নগ্নতার সবটুকু নির্যাস দহন অথবা শিল্প, ঘৃণা অথবা ভালোবাসা সত্য অথবা শিল্প, শিল্প অথবা সুন্দর সত্যই সুন্দর হলে শিল্পের শরীর জুড়ে অবগুণ্ঠন কেন; ডুবসাঁতারে বিকল্প সন্ধান অগনিত প্রশ্ন নিয়ে ঢেঁকি গানের দিনে প্রশ্নাতীত কলরব নাড়ার দহনে বিজন হাড়িতে ফোটে উৎসবের নবান্ন কুঁয়াশামাখা চাঁদ, ঝরা পাতার কাঁপন আর ফসলহীন মাঠের নগ্নতা ঘিরে জেগে থাকে আগুন, আগুনের অহংকার বেঁচে থাকে রোদন ও দহনের সমূহ যাপন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।