আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ হেমন্তের রোদ



যুবকের হাতে হেমন্তের রোদ। জেগেছে আশালতা বিয়োবার বার বার স্বাদ শিশির আলোকিতা জেগেছে চকচক সোনালী মাঠ আবহে নারী-শাড়ি-নদী-স্নেহ হাওয়া মিনমিন ঝরাপাতা.. আকুলতার প্রেম যেন অবাধ বিরহ। মাঠের কোমলতা শিমলতা ডগা না যদি যেখি কালোচুলে নিয়ে যাবে ডেকে মাটির ডেরায়.. চন্দ্রবাতি-শেয়ালের হাঁক-লক্ষীপেঁচা মদিরার আবেশ মাখি। সারাটারাত যাই জীবনভাসি ভিজে গেছে উঠোন,ভিজে গেছে দীঘি হাঁক হয়, ভোর হয়, রোদ হয়, হেমন্তের রোদ।।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।