আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত ব্যবহারের জন্য ইলেকট্রনিক গেজেট অনলাইন শপিং এ বাংলাদেশ কাস্টমসের পলিসি কী?

বাংলা ব্লগ পড়তে পড়তে গেলো খব ভালো লেগে। কিন্তু শুধু পড়ে আর মন্তব্য করতে দিচ্ছেনা; তাই লেখাও শুরু করতে হলো। ইবে থেকে কিনলে বাংলাদেশে শিপিং এর অপশন থাকেনা বললেই চলে।আমি এই সাইট টা দেখলাম-সস্তা ভাল কিছু ইলেকট্রনিক গেজেট-ট্যাব আছে Click This Link কিন্তু ওদের ডেলিভারি সেকশনের কথাবার্তাতে একটু ঘাবড়ে গেছি ওরা বলতেছে লোকাল কাস্টমস ট্যাক্সের যে এমাউন্ট চাবে ঐটা কাস্টমারকে বহন করতে হবে(নাহলে প্রোডাক্ট নষ্ট করে ফেলা হবে) http://www.oneforworld.com/delivery কারো কি এই ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমসের পলিসি-কেমন চার্জ করে (ধরেন শিপিং চার্জ সহ গ্যাজেটের দাম ৮০ ডলার-কাস্টমসকে ও কি আবার ৮০ ডলার বা এর কাছাকাছি মত দিতে হবে নাকি ) আবার শুনছি কাস্টমস নাকি অনেক জিনিস হাপিস ও করে দেয় যদি ট্যাক্স কম হয় পলিসি অনুযায়ী তাহলে আমি এইটা ওদেরকে আগেই জানায়ে টাকা পে করে দিব,যাতে পরে ভেজাল করতে না পারে।এইটা কি ভাল হবে ?আপনাদের সাজেশন কি? আমি কাস্টমস এর এই ব্যাপারে বলতে গেলে কিছুই জানিনা।তবে দেশে জিনিস আনা, এমনকি বাইরে থেকে চিঠি/ডকুমেন্ট পাবার ক্ষেত্রেও অনেক ভোগান্তির মুখোমুখি হইছি বা অনেককে হইতে শুনছি।যেমন আইট্রিপলই এর স্টুডেন্ট মেম্বার থাকাকালে স্পেকট্রামের কোন কপি ই ঠিক মত পেতাম না! টোফেল/জিআরই এর স্কোর কেমনে জানি ডোভ কুরিয়ার নামে একটা ভুয়া কুরিয়ারের কাছে চলে আসে!ওরা আবার রিসিপিয়েন্টের কাছে টাকা চায় এই বলে যে কাস্টমস থেকে ছাড়ায়ে আনতে অনেক টাকা লাগছে!! এই ব্যাপার টাতে আপনাদের মতামত চাচ্ছি।অগ্রীম ধন্যবাদ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।