আমাদের কথা খুঁজে নিন

   

পোড়া কথা

প্রিয় পথের ধুলো, উড়ূক আগুনে তোমার লজ্জাকাপড় পুড়ুক তোমার সাহস- গাছের ডগায়, অপেক্ষায় থাকিলো আমার যন্ত্রনার দীর্ঘশ্বাস। তোমার হাতে সকাল দেখিয়া ছুয়ে যাক দিগন্তসীমায় এক আকাশ রক্ত মাখা জয় ফুলে ফেপে উঠুক তোমার অস্থিতে, তোমার শিরায় একরাশ নিভে যাওয়া ভয়। তোমার মুখের পানে এখনও পৃথিবীর সমস্ত রং অবাক ভাষা নিয়ে আশা হয়ে উজ্জল সবুজ সময়ে অতিথির বেশে আজও আপণ ক্ষণে তুলির রুপে দাগ এঁকে গেল শুভ্র কোমলে। লুকাক তোমার মেঘের এক বুক অভিমান আন্দোলন, পুড়িয়া যাক উদাস মনে রাতের ক্ষতে দীর্ঘ বিভাজন। আলোয় লুকাইয়া আপণ মনে অরণ্যের ভুবণ ঘুরিয়া- দ্যাখো নিদ্রাহীন আয়োজন। তোমায় কতযে ডাকাডাকি, প্রভুর শয্যা ভাঙলে ভাসবো ভেবে বসে আছি। কোথায় আলো, কোথায় তোমার ভালো? কোথায় আসা আবার কাছাকাছি? জীবন যদি-না শুকায়ে যায়, আকাশ যদি-না গর্জিয়া ওঠে, তুমি যদি-না গর্বে মাতো চোখপাখি, তোমায় কেন ভালবাসি- বহুবছর কেন তোমার পথ আঁকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।