আমাদের কথা খুঁজে নিন

   

ডিরেক্টর Woody Allen এর মাস্টারপিসঃ Midnight In Paris!

তুমি হয়ত সবকিছুতে ভালো নও, কিন্তু তোমার উচিৎ সবকিছুতেই তোমার নিজের সেরাটা ঢেলে দেয়া! Review: Midnight In Paris (2011) Genre: Romantic comedy + fantasy IMDB Rating: 7.8 RT “Fresh” Rating: 93% (Score 7.9) কিছু কিছু মুভি দেখে সেই মুভির চরিত্রগুলোর সাথে মিশে যেতে ইচ্ছা করে, এই মুভিটি তেমনই একটি মুভি। মুভির জগতটা আসলে একেবারেই Unprectable, যেখানে সফল হওয়ার চেয়ে অসফল হওয়ার সম্ভাবনাই বেশী...তবুও কিসের আশায় কিছু মানুষ তাদের সারাটা জীবন মুভির পিছনে কাটিয়ে দেন সেটা চিন্তা করলে তাঁদের প্রতি শ্রদ্ধা বাড়ে। কোন মুভি বক্স অফিস মাৎ করবে আর কোনটি মুখ থুবড়ে পরবে সেটা জানাও অসম্ভব, তবুও তাঁরা মুভি বানান এবং এজন্যই সকল নির্মাতাদের স্যালুট জানাই। এখানে উল্লেখ করা যেতে পারে যে, Titanic মুভির পরিচালক James Cameroon আশঙ্কা করেছিলেন যে, মুভিটি হয়ত ১০০ মিলিওন ডলার লস করবে! এই মুভিটির পরিচালনা এবং চিত্রনাট্য লিখেছেন বর্ষীয়ান পরিচালক Woody Allen। ভদ্রলোক এমন এটি exceptional কাহিনি নিয়ে মুভিটি তৈরি করেছেন যে আমার মনে হয়েছে এটি একটি বড় ধরণের জুয়া! তবে তিনি জুয়াতে জিতেছেন, কারন মুভিটি যথেষ্ট মানসম্মত এবং Enjoyable! এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন Owen Wilson এবং Rachel McAdams।

গিল এবং ইনেজ তাঁদের বিবাহপূর্ব ভ্রমণে ইনেজের বাবা মায়ের সাথে প্যারিস ভ্রমণে যায়। গিল একজন সফল হলিউড মুভির চিত্রনাট্য লেখক, যে নিজের প্রথম উপন্যাস লিখতে গিয়ে Struggle করছে। গিল এবং ইনেজ প্যারিস এর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে, বিয়ের পর তাঁদের Malibu তে জীবন শুরু করার কথা থাকলেও প্যারিসের সৌন্দর্যে মোহিত হয়ে গিল সেখানেই থেকে যাবার কথা ভাবতে থাকে। উপন্যাস লেখার জন্য কিছু Inspiration এবং Idea খোঁজার জন্য গিল মধ্যরাতে প্যারিসের পথে পথে ঘুরতে থাকে, কিন্তু ইনেজ চলে যায় তার বন্ধুদের সাথে Dance পার্টিতে। গিল প্যারিসের সোনালি যুগ, মানে ১৯২০র দশকের প্যারিস কে সবচেয়ে সেরা হিসেবে বিবেচনা করে এবং ওই সময়ের প্রতি অত্যন্ত Passionate, কিন্তু ইনেজ সেসবকে পাত্তা দেয়না কারন সে অত্যন্ত বাস্তববাদী।

:/ গিল প্রতি রাতেই মধ্যরাতে বের হতে থাকে, এভাবেই হঠাৎ এক মধ্যরাতে গিল কিছু অপরিচিত মানুষের সাথে এক পানশালায় যায়, কিন্তু মানুষগুলো কি আসলেই অপরিচিত?? সেই মানুষগুলোর কাছ থেকেই গিল হয়ত তাঁর উপন্যাসের জন্য প্রয়োজনীয় Inspiration পেয়ে যাবে, প্যারিস শহরের হৃদয়ের আরও কাছে যেতে পারবে...কিন্তু এজন্য হয়ত গিলকে অনেক কিছু হারাতেও হতে পারে...শেষ পর্যন্ত গিল কোন পথে এগুবে? মুভিটি বেশ মজাদার, বেশ কিছু ঐতিহাসিক চরিত্রকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে বেশ ভালো লেগেছে। Woody Allen বেশ মুনশিয়ানা দেখিয়েছেন চিত্রনাট্যে এবং পরিচালনায়। মুভিটি মোট চারটি অস্কার মনোনয়ন পেয়েছিলো, এর মধ্যে Best Original Screenplay এর পুরস্কার জিতে নেয়! মুভিলাভারদের ভালই লাগবে মুভিটি। টরেন্ট ডাউনলোডঃ Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.