আমাদের কথা খুঁজে নিন

   

বেসিস নির্বাচনে টিম ৩৬০ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

দেশের সফটওয়্যার ও আইটিইএস শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)এর ২০১২-১৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফাহিম মাশরুরের নেতৃত্বাধীন ৩৬০ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তারুণ্যের কাছে পরাজিত হয়েছে নতুন-পুরনোদের নিয়ে গঠিত অ্যাকশন টিম। সোমাবার কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনের পঞ্চম তলার বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ৮টি সাধারণ সদস্য শ্রেণীভুক্ত পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনভর ভোটগ্রহণের পর রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন অন্য দুই সদস্য আতিক-ই-রাব্বানী ও বীরেন অধিকারী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান তৌহিদ এবং সদস্য কামরুল ইসলাম ও এ সবুর খান। ঘোষিত ফল অনুযায়ী, সবচেয়ে বেশি ১৯৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম রশীদুল হাসান। পাশাপাশি টিম ৩৬০ প্যানেলের এ কে এম ফাহিম মাশরুর ও শামীম আহসান ১৮৭ ভোট এবং সৈয়দ আলমাস কবীর ও রাসেল টি আহমেদ ১৭৮ ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। একইসাথে এবিএম রিয়াজুদ্দিন মোশারফ ১৭২ ভোট, নাভিদ-উল-হক ১৬৬ ভোট, শাহ ইমরুল কায়ীস ১৫৮ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১৩৮ ভোট পেয়ে সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন উত্তম কুমার পাল।

একটিমাত্র সহযোগী সদস্য শ্রেণীভুক্ত এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল আলম, আরিফ আহমেদ চৌধুরী এবং রফিউল আলম। প্রসঙ্গত, এবারের বেসিস নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণীতে ৩১০ জন এবং সহযোগী শ্রেণীতে ১০৪ জন সদস্য অন্তর্ভুক্ত। এর মধ্যে ভোটাধিকার ছিল মোট ৪১৪ জন সদস্যের। এদের মধ্যে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৬৭ জন। এর মধ্যে দুইটি ভোট বাতিল বলে গণ্য করেছে নির্বচন কমিশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.