আমাদের কথা খুঁজে নিন

   

কোডিং ভীতি দূর করবে বেসিস

শিক্ষার্থীদের মধ্যে কোডিং ভীতি দূর করতে সপ্তাহব্যাপী 'বেসিস আওয়ার অব কোড' কর্মসূচি হাতে নিয়েছে বেসিস। আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় এবং ১৩ ডিসেম্বর বেসিস মিলনায়তনে পালিত হবে এই কর্মসূচি। এই কোডিং পরিচিতি পর্বে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যে কেউ অংশ নিতে পারবেন। বিশ্বের ১৬০টি দেশের মতো বাংলাদেশেও ৯ থেকে ১৫ ডিসেম্বর 'কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক' পালনের কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনলোজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ সব তথ্য জানান বেসিস সভাপতি শামীম আহসান।

জানানো হয়, নিজস্ব ক্যাম্পাস অথবা সুবিধাজনক স্থানে নিজেদের মতো করে সপ্তাহব্যাপী এ কার্যক্রম আয়োজন করা সুযোগ রাখছে বেসিস। একইসঙ্গে আয়োজনে অংশ নিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের জন্য হলেও এতে যেকোনো বয়সের মানুষ অংশ নিতে পারবেন। গুগল হ্যাংআউটের মাধ্যমে তারা অনলাইনে প্রোগ্রামিং শিখতে পারবেন। বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ছে।

বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটি বিরাট সুযোগ। এ জন্য নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমানে শুধু আমেরিকায় তথ্যপ্রযুক্তি খাতে জনবল প্রয়োজন কম্পিউটার বিজ্ঞান থেকে পাস করা ছাত্রের তিন গুণ। * ইনফোটেক ডেস্ক

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.