আমাদের কথা খুঁজে নিন

   

শবেবরাতের ছুটি বৃহঃবার দেয়ার মাজেজা কি ? দেশ তো একদিন পিছাইয়া গেল

শবেবরাতে রাত জেগে ইবাদত করার পর সাধারনত পরের দিন ছুটি থাকে। আসছে বৃহঃবার দিবাগত রাতে শবেবরাত পালিত হবে। কপাল দোষে সাপ্তাহিক আর বরাতের ছুটি একই দিনে। সুতরাং একদিন ছুটি লস। শুনলাম, সরকার শবেবরাতের ছুটি বৃহঃবার আগায়ে আনছে। এই অপ্রয়োজনীয় কাজটা না করলে হত না ? এমনিতেই ২ দিন ছুটি থাকে তার উপর হরতাল, অবরোধ হলে তো সরকারী অফিসে ঈদ লেগে যায়। এই একদিন কাজ করলে তো দেশ একদিন আগায়ে যাইতে পারতো !! (তবে আম্রিকা হইয়া যাইতো না) অবিলম্বে এই অপ্রয়োজনীয় ছুটি বাতিল করে দেশকে লাগাতার ৩ দিন ছুটির ফাঁদ থেকে রক্ষা করা হোক। আপডেটঃ সরকারী চাকরিজীবি কয়েকজনের সাথে কথা বলে এর কোন বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় নাই। পোষ্টের জন্য দুঃখিত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.