যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে সাধারণত উঠতি ছেলেরা শবেবরাত ও শবে কদরের রাতে ঘরের বাইরে থাকার এক অলিখিত সংস্কৃতি পালন করে। আমরাও ছোটবেলা এমন করেছি। সারারাত মসজিদে নফল নামাজ পড়ার একটা বাহ্যত কারণ থাকে, তবে এর বাইরে রাতে বাড়ির বাইরে থাকার বিশাল একটা সুযোগ সৃষ্টি হওয়া অন্তর্নিহিত কারণ। কেউ কেউ সারারাত শহর ঘুরে বেড়ায়, আবার সদ্য সিগারেট ফুকতে শেখারা মনের আনন্দে সিগারেট টানতে পারে, গাজা পরখ করে দেখতে পারে। এছাড়া আরো ভয়ংকর নেশায়ও জড়াতে পারে।
আমরা এ-রাতে নারিকেল গাছগুলোকে ন্যাড়া করে দিতাম।
গত শবেবরাতের রাতে এমন অবারিত সুযোগে কিছু ছাত্র আমিনবাজারে নির্মম গনপিটুনির শিকার হয়ে নিহত হয়। সেই শোকে স্তব্ধ নগরবাসীর সম্মুখে শবেকদর সমাগত। ছেলেপেলেদের রাতভর ঘুরে বেড়াবার স্বাধীনতা ভোগ করার সুযোগও আসছে।
এ রাতে কেউ যেন আবার সেই নির্মম পরিণতির শিকার না হয়, সেজন্য সবার সচেতন হওয়া প্রয়োজন।
অভিভাবক থেকে শুরু করে প্রশাসন সবার এ-বিষয়ে ব্যাপকমাত্রায় প্রচারণা চালানো প্রয়োজন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।