আমাদের কথা খুঁজে নিন

   

কোন পাহাড় আগে ? সানি লিওণের পাহাড় নাকি চট্রগ্রামে ধসে পড়া পাহাড় ?

তুমি আমি আমরা ...... আমরা বড় " চক্ষু মাস্তি প্রিয় জাতি " , চক্ষুর মাস্তির প্রতি আমাদের আগ্রহ দুর্নিবার ! উদাহরণ চাচ্ছেন , দেয়া যাবে হাতেনাত কয়েকদিন যাবত আমরা দুই ধরনের পাহাড়ের মধ্যে আটকে আছি । এক , সদ্য ধর্মান্তারিত (রস) তারকা( ফেবু মৌলানাদের মতে , যারা তিন দিন পর পর একেকজনকে ধরে তেলেসমাতি করে ধর্মান্তারিত করে ফেলে ! ) এক সানি লিওন এর দুই পাহাড়ে ; আর চট্রগ্রামে ধসে পড়া পাহাড়ে । আমরা সুপার সচেতন নাগরিক এই দুই পাহাড়ের ভিতরে আমরা কোন পাহাড় কে বেঁচে নিলাম ? এইডা আবার কইয়া দিতে হয় নি ! অবশ্যই সানি লিওনের পাহাড়কে ! কেন ? কারন যদি আমরা চট্রগ্রামের পাহাড়ের দিকে দৃষ্টিপাত করতাম লাভ কি হতো ! কিচ্চু না ! পুরা কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের মতো লস প্রোজেক্ট হতো । হে সচেতন নাগরিক, আপ্নারাই কন শুধু শুধু ধসে পড়া পাহাড়ের ফলে ১০০ টা |মানুষের লাশ আমরা কেন দেখব ! হোয়াই ! কিল্লাই ! ] ( খেয়াল করে , আমি মানুষের লাশ এর কথা বলছি , কুত্তা বিলাইয়ের লাশের কথা নয় ) স্বজন হারানোর হাহাকার , চিৎকার শুনে কি হবে ? চুক্ষু মাস্তি হপে ? নো নো । এইসব ফেদা কান্নাকাটি দেখে , শুনে কোন লাভ নাই , আগেই বলছি আমাদের মূল লক্ষ্য " চক্ষু মাস্তির " প্রপার সাটিস্ফেকশন ।

তাই আমরা লাশের খবর থেকে যত্ন করে চোখ সরিয়ে নিলাম , পাহাড় ধসে মানুষের অসহায় মুখের ছবি আমরা ভুলে গেলাম । তন্ন তন্ন করে খুঁজে ফেবুতে ১ কি ২ টা নিউজ বা পোষ্ট চোখে পড়বে পাহাড় ধসের মানুষের হাহাজারির কথা , ব্লগে কিছু মানুষ হয়তো তাদের জন্য কথা বলছে তবে তাদের সংখ্যা নিতান্ত নগণ্য । এবং এইডাই উচিৎ । রাইট ডিসিশন । নিজের নেট খরচ করে কেন আমি ওই সব মড়া মানুষের জন্য কথা বলবো , তাদের সাহাযের জন্য কেন কথা বলবো !! ঐগুলা মরলেও কি বাচলেও কি ! আমাদের দরকার নিজের চক্ষু শান্তি ! দরকার " হাত মারার " জন্য প্রয়োজনীয় রসদ ! যা দিবে সানি লিওন এর মতো খাসা খাসা ললনারা ! তাই ওই সব মৃত মানুষদের নিয়ে আমরা কথা বলতে নারাজ তাঁর বদলে জিসম টু তে মাখনসম (রস ) তারকা সানি লিওনের এর ভিডিও আমাদের জন্য আশীর্বাদ ।

আরাধনার বস্তু । গতকাল থেকে আজকের ভিতরে আমাদের সক্কলের চোখে চোখে সানি লিওনের নয়া ভিডু ! ফেবুর পাতায় পাতায় , ওয়ালে ওয়ালে । ওরে সানির পাহাড়ের রূপ ! এই রুপের কাছে কোথাকার কোন চাটগায়ের পাহাড় ধসের লাশ ! দূর দূর ... ২ টার ভিতরে কি তুলনা চলে ! সানির পাহাড় মিটায় আমাদের চুক্ষুর মাস্তি , হাত মারার রসদ ! আর চট্রগ্রামের পাহাড় ! বুলশিট ম্যান ! এইডা নিয়া কথা বলাই আমাদের মহামূল্যবান সময়ের অপচয় ! আমরা বড় " চক্ষু মাস্তি প্রিয় জাতি " আমরা বড় " চক্ষু মাস্তি প্রিয় জাতি ", সেই সাথে আমরা নষ্ট মানুষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।