আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের পাতা: The Romance of an Eastern Capital

‘The Romance of an Eastern Capital’ বইটি F. B. Bradley-Birt কর্তৃক লিখিত। বইটি ১৯০৬ সালে লন্ডন থেকে প্রকাশিত। বইটিতে ২৯টি ছবি, ১টি বংশধারা (শায়েস্তা খান), এবং ২টি ম্যাপ স্থান পেয়েছে। বইটি ১২ অধ্যায়ে বিন্যস্ত – অধ্যায় ১: A Land of River and Plain অধ্যায় ২: The Kingdom of Vikrampur অধ্যায় ৩: Sonargaon অধ্যায় ৪: The Rise of Dacca অধ্যায় ৫: Shaista Khan অধ্যায় ৬: The Last Days of Dacca as Capital of Bengal অধ্যায় ৭: The Decline of the Mughal Power অধ্যায় ৮: Dacca under British Rule অধ্যায় ৯: The Dacca of Today অধ্যায় ১০: The Eighth Day of the Moon in Chait অধ্যায় ১১: A Meeting Place of East and West অধ্যায় ১২: On The Lakhiya বইতে সন্নিবেশিত ছবিগুলো দেখে নেওয়া যাক (কোন ক্রম অনুসরণ করা হয়নি): ১। A Cargo Boat Laden with Jute Leaving Sonargaon ২।

A Fishing Boat on the Lakhiya ৩। An Earthenware Vessel Used as a Boat on the Brahmaputra ৪। At Anchor for the Night Near Sonargaon ৫। Boro Katra ৬। Crossing the Meghna Near Sonargaon ৭।

Descent and Connections of Shaista Khan শায়েস্তা খান প্রসঙ্গে বার্ট যা বলেছেন: আমাদের ইদানিং কালের নেতা-নেত্রীরাও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন চালের মূল্য প্রসংঙ্গে। প্রাসঙ্গিক বিধায় সবাইকে একটু স্মরণ করিয়ে দিলাম। ৮। Dinner Time in the Dacca Jail ৯। Guru Nanak - The Founder of the Sikh Religion কৃতজ্ঞতা: মৌলভী সৈয়দ আওলাদ হাসান ১০।

Homeward Bound at Evening ১১। Lalbag ১২। The Mausoleum of Peri Bibi ১৩। Landing Jute at Naraingunj ১৪। Naraingunj ১৫।

On the Brahmaputra Near the Tomb of the Five Pirs ১৬। On The Buriganga ১৭। On the Lakhiya ১৮। One of the Sacred Ghats on the Brahmaputra During the Nangalband Mela ১৯। The Washing Away of Sins in the Brahmaputra During the Nangalband Mela ২০।

Pilgrims Bathing in the Sacred River During the Nangalband Mela ২১। Prisoners at Work in the Dacca Jail ২২। Satgumbuz Masjid ২৩। The Dhakeswari Temple of To-day ২৪। The Emperor Farrukh Siyar কৃতজ্ঞতা: মৌলভী সৈয়দ আওলাদ হাসান ২৫।

The Wife of the Emperor Farrukh Siyar ২৬। The Ferry Boat on the Duslasery ২৭। The Kingdom of Vikrampur ২৮। The Line of Elephants at the Janmastami Festival in Dacca ২৯। The New Province of Eastern Bengal and Assam ৩০।

The New Province of Eastern Bengal and Assam বইটিতে Sir Charles D'Oyly (Click This Link) একটি বইয়ের উল্লেখ আছে ‘Ruins of Dacca’ নামে; যদিও ডি’ওয়লির বিখ্যাত বইটি (মূলত ছবির ফোলিও) ‘Some Account of the City of Dacca’ (Click This Link) নামে প্রকাশিত হয়েছিল এবং ফোলিওগুলো ‘Antiquities of Dacca’ নামে পরিচিত; ‘Ruins of Dacca’ নয়। তবে ‘Antiquities of Dacca’ নামে আরও একটি বইয়ের উল্লেখ আছে পরিশিষ্টে যার লেখক হিসেবে নাম উল্লেখ করা হয়েছে ‘সৈয়দ আওলাদ হাসান’। আগ্রহীরা এখান থেকে বইটি ডাউনলোড করতে পারেন: http://www.wdl.org/en/item/2385/zoom/ Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।