আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের পুনরাবৃত্তি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মনে আছে কি আপনাদের? ইতিহাস নিজে নিজেই নাকি ঘুরে ঘুরে আসে কয়েক বছর পর পর। অনেক কিছুই ইতিহাসের পাতায় আছে যা বার বার ঘটেছে। এইবারে ইতিহাস আমাদের দেশে পুনরায় ঘুরে আসবে। ১৯৯৪-৯৬ সালে যা যা হয়েছিল, তা এই বারে পুনরায় তাই ঘটবে। খালি পক্ষের পরিবর্তন হবে। মানে বুঝলেন না? এখন বিম্পি যাইবো ১৯৯৪ সালের আম্লীগের ভূমিকায়, আর ... আম্লীগ আইবো ১৯৯৪ সালের বিম্পির ভূমিকায়। কিন্তু ইতিহাসে শিক্ষা হল, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না! এম্লীগ হরতাল করে জনগণের জন্য, আর বিম্পি হরতাল করে দেশের জন্য। কাদের পথ সঠিক?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।