আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের অসমাপতন

আমি ৫২ দেখিনি ; ভাষা আন্দোলনের রক্তগরম করা স্লোগান শুনিনি ; রাত জেগে জেগে ফেস্টুন- প্ল্যাকার্ড-ব্যানার লিখিনি ; রাজপথে সালাম-বরকত-জব্বারের রক্তমাখা হাসি দেখিনি ; .. . কিন্তু হায় ! আমি বিদেশী-অপসংস্কৃতির আগ্রাসন দেখেছি ; ফুল ভলিউমে হিন্দী গানের সাথে তরুণের উদ্দাম নৃত্য দেখেছি ; অডিটোরিয়ামে বাংলা ছবির শো তে গ্যালারির বোবাকান্না দেখেছি ; .. . আমি '৬৬ এর ছয় দফা দাবি শুনিনি ; '৬৯ এর ভাষাণীর উত্তপ্ত স্লোগানমুখর রাজপথ দেখিনি ; '৭০ এর নির্বাচনে গণজোয়ারের জলোচ্ছ্বাস দেখিনি ; ৭ ই মার্চের রেসকোর্স ময়দানে জনতার আকাশভাঙা চিত্কার শুনিনি ; ফুসফুসের সবগুলো এলভিওলাস ফুলিয়ে 'জয় বাংলা' বলতে শুনিনি ; .. . কিন্তু হায় ! প্রতিদিনই প্রতিপক্ষকে দফারফা করার হুমকি শুনেছি ; নীলক্ষেতের রাস্তায় প্রচুর জুতোর সাথে গাড়ির ভাঙ্গা গ্লাস দেখেছি ; প্রতিদিনই পল্টনের রাস্তায় ম্যানা কুকুরের ঘেউ ঘেউ শুনেছি ; মুরগীকন্ঠে যেন তীব্রভয়ে 'জয় বাংলা' বলতে শুনেছি ; .. . আমি 'বঙ্গবন্ধু'র বজ্রকন্ঠী রক্তগরম করা ভাষণ শুনিনি ; 'ধানমন্ডীর ৩২ নম্বর যেন বাঙালির সম্পত্তি' হতে দেখিনি ; বাংকারে ওসমাণীর সমরকৌশল আর রণাঙ্গনে জিয়ার জেডফোর্স দেখিনি ; ৭ বীরশ্রেষ্ঠের গুলিবিদ্ধ হয়েও লড়াই চালিয়ে যেতে দেখিনি ; .. . কিন্তু হায় ! আমি তীব্রশ্লেষে বঙ্গবন্ধুকে 'বঙ্গবল্টু' বলতে শুনেছি ; বঙ্গবন্ধুকে 'বাঙালির নয় দলীয় সম্পত্তি' হতে দেখেছি ; ইতিহাসের পাতায় ভাষাণী-ওসমানীর হাহাকার দেখেছি ; জাতীয় সংসদে মেজর জিয়াকে নিয়ে হাসতে দেখেছি ; .. . আমি '৭১ এ নরপশুদের গণহত্যা দেখিনি ; হানাদারদের মুখে আমার মাবোনের থুথু দেখিনি ; রাজাকারের গা জ্বালানো চাটুকারি হাসি দেখিনি ; .. . কিন্তু হায় ! ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে বর্বরতা দেখেছি ; সীমান্তের কাঁটাতারে আমার বোনের ঝুলন্ত লাশ দেখেছি ; রাজাকারের গাড়ীতে বাংলা মায়ের পতাকাকে লজ্জ্বা পেতে দেখেছি ; .. .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।