আমাদের কথা খুঁজে নিন

   

বিনীত কথা : ফেসবুকের পাগলামি

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে... গত দুই সপ্তাহ ধরে বেশ পেয়ে বসেছে ফেসবুকের নেশা। হঠাৎ করেই এই নেশায় আক্রান্ত হলাম। ভাবছি, ফেসবুকে সময় নষ্ট করব না, কিন্তু কিভাবে যেন ফেসবুক সময়গুলো নিয়ে নিচ্ছে। সেখানে অনেক পরিচিত বন্ধু-বান্ধব এবং লেখকের সাথে সরসারি কথা বলার একটা সুযোগ থাকায় আসলে নেশাটা ছাড়া যাচ্ছে না। বিদ্র. আমার মনে হয় : সামহ্যোয়ারইনব্লগও যদি সরাসরি লেখকের সাথে চ্যাটিংয়ের সুবিধা বা টেকনিক্যাল সুযোগ সংযোজন করতে পারে, তাহলে এখানেও প্রচুর লেখকের আড্ডা বসবে।

কারণ, সামহ্যোয়ারইনব্লগই একমাত্র ব্লগ যেখানে অনলাইন ব্লগার বা লেখকরা খানিকটা পরিশীলিত এবং সংহত ভাষায় কথাবার্তা বলে। এখানেও আক্রমণ আছে, আছে কাঁদা ছোড়াছুড়ি, তারপরও সামুতে যথেষ্ট ভদ্রোচিত ভাষায় ব্লগারগণ তাদের ভাষার ব্যবহার করছেন। কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন। কারণ, এখন মানুষ ফেসবুকে ঝুঁকেছে শুধুমাত্র সরাসরি চ্যাটিং ব্যবস্থার কারণেই। যদি সামু টেকনিক্যাল এই উন্নয়ন ঘটাতে পারে, সেক্ষেত্রে সামুর জনপ্রিয়তাও দেখা যাবে রাতারাতি বেড়ে গেছে।

এখানে লেখা পোস্ট করার পর দিনের পর দিন অপেক্ষা করতে হয়, পাঠকের মন্তব্য জানার জন্য। অথচ ফেসবুকে লেখা দেয়ার সাথে সাথেই কমেন্ট করছেন পাঠকগণ। ফলে দিন দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এমন বাস্তবতায় আমি, মনে করি সামুর উচিৎ টেকনিক্যাল উন্নয়ন ঘটানো। ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।