আমাদের কথা খুঁজে নিন

   

কাঠমোল্লাদের কাছে বিনীত নিবেদন....

লাল তরঙ্গ, লাল বিপ্লবের বার্তা বয়ে আনে

ব্লগবাড়িতে মাঝে-মধ্যে জিরাইতে এসে অত্যন্ত আহত হচ্ছি। কিছু মানুষ আছে, যারা নিষ্ঠুরতায় আক্রান্ত। তারা নিজের বিশ্বাস ও রাজনীতি নিয়ে কথা বলার চেয়ে ইসলামকে কটাক্ষ করতে অভ্যস্থ। তারা ইসলামের নবীর নিন্দা করতেও বিশেষ আগ্রহী। তাদের এই কর্মকান্ড চূড়ান্ত বিচারে সাম্প্রদায়িক বিদ্বেষ, অন্য মানুষের প্রতি শ্রদ্ধাহীনতা ও নিজেদের ভেতরের বর্বরতারই পরিচয় বহন করে।

তারা এমনটি অতীতেও করেছে, এখনও করবে। তাদের নিয়ে বিশেষ কোন কথা নেই। কিন্তু অত্যন্ত আফসোসের ব্যাপার হচ্ছে ব্লগের জামাতীয়-হিজবুতী-তাবলেগী কাঠমোল্লারা ইসলাম ও এর নবীর বিরুদ্ধে সাম্প্রদায়িক কুলাঙ্গারদের বিদ্বেষী প্রচারণা চালাইতে দিতে উত্সাহ যোগানোর কাজ করে যাচ্ছেন। সতীত্ব প্রমাণের জন্য কাউকে ব্রোথেলে পাঠানো যে কথা তেমনি সাম্প্রদায়িক কুলাঙ্গারদের সামনে ইসলামকে টেনে আনা একই কাজ। আমি মনে করি এই কাঠমোল্লারা নিজেদের এলেম ও যুক্তিবোধের তাকাব্বুরি দেখানোর জন্য ব্লগে হুদাই ইসলাম ও নবী নিয়া তর্ক করতে গিয়ে সাম্প্রদায়িক কুলাঙ্গারদের সুযোগ করে দিচ্ছে।

এই সুযোগে কুলাঙ্গাররা এমন সব মন্তব্য করছে যা যে কোন মুসলমানকে সাম্প্রদায়িক প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে। তাই কাঠমোল্লাদের কাছে বিনীত নিবেদন আপনারা ইসলাম ও নবী বিরোধী প্রচারণার এড়িয়ে চলুন। তাদের কোন পোস্টে কমেন্ট করবেন না, তাদের কোন পোস্ট নিয়ে নিজেরাও পোস্ট দেবেন না। কারণ, সাম্প্রদায়িক কুলাঙ্গাররা সংখ্যায় অনেক কম। আদমশুমারীতে তাদের সংখ্যা রাস্তার নেড়ি কুত্তার চেয়েও কম।

ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করে দেখুন। তারা এমনি এমনি খামোশ হয়ে যাবে। সামনাসামনি দেখা হয়ে গেলে তাদের মুখে থুথু দেয়ার চেয়ে মাটিতে ফেলুন। কারণ মুখের থুথুর মর্যাদাও তাদের চেয়ে বেশি। আর কাঠমোল্লারা ব্লগে কিছু ছিড়তে না জানলে এক মাস নির্দোষ জনপ্রিয় ব্লগারদের সুন্দর সুন্দর পোস্ট পড়ুন।

দেখবেন কাঠমোল্লাগিরি ছেড়ে আপনারাও ভালো লেখকে পরিণত হয়ে গেছেন। তখন শিল্প-সংস্কৃতি-গণতন্ত্র-মানবাধিকার ইত্যাদির মধ্যে মজা পেয়ে যাবেন। মাঝখান থেকে সাম্প্রদায়িক কুলাঙ্গারদের 'ছায় ত্যানা গুজে দেওয়ার অভ্যাসটা ছাড়তে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।