আমাদের কথা খুঁজে নিন

   

বিনীত কথা : ৯। ব্লগার নাম প্রসঙ্গে

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...

সামহয়ার ইন ব্লগ ‌'বাঁধ ভাঙার আওয়াজ' শ্লোগান নিয়ে যে যাত্রা শুরু করেছে, তার ফলশ্রুতিতে অনেক মেধাবী তরুণের লেখা পাঠকের নিকট পৌঁছেছে। যাদের লেখা হয়তো সেভাবে পড়ার সুযোগ ছিল না, তাদের লেখা, তাদের ভাবনা পাঠকের সামনে নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। অনেকেই ব্লগে লেখেন ছদ্ম নামে। এ প্রসঙ্গে আমার কিছু ভাবনা শেয়ার করছি। ছদ্মনামে লিখুন তাতে কিছু যায় আসে না।

তবে মাঝে মধ্যেই কিছু অদ্ভূত নাম চোখে পড়ে। কেন ভাই নিজের নাম না জানাতে চাইলে জানাবে না, কিন্তু সেজন্য অদ্ভূত কিংবা উদ্ভট নাম দেয়ার কি আছে-- তা আমার বোধগম্য হয় না। নাম একটি পরিচয়, একটি অর্থ, একটি দ্যোতনাও বটে। অনেক সময় দেখা যায়, কোন কোন নামের টানেই তার লেখা পড়ার আগ্রহ জন্মে। একটি সুন্দর বিশেষ্য কি বাংলা ভাষায় খুঁজে পাওয়া এতোই কষ্টকর ব্যাপার।

নাকি বাংলা ভাষায় যেসব বিশেষ্য আছে, তা আর আমাদের নামের অভাব পূরণ করতে পারছে না? আশা করি প্রিয় ব্লগারগণ এ বিষয়টি ভেবে দেখবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, নাম আমাকে আপনাকে অন্যের সামনে হাজির করে। সেটি যতটা সুন্দর ও মার্জিত, অর্থসম্পন্ন রাখা যায় মনে হয় ততোটাই ভালো হয়। কারণ, কেউ কি অন্যের সামনে অমার্জিত, কুরুচিপূর্ণ পোশাকে নিজেকে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? নিশ্চয় আমরা কারো সামনে নিজেকে ছেঁড়া জামাকাপড়ে হাজির হতে চাই না। তবে গত্যান্তর না থাকলে সেক্ষেত্রে লজ্জা পাই।

কিন্ত ব্লগারদের কিছু কিছু নাম দেখলে সত্যিই বিস্মিত হতে হয়। একথা ঠিক, আমার এই বক্তব্যের সাথে অনেকেই একমত নাও হতে পারেন, তাতে যায় আসে না। তবে ভেবে দেখতে আপত্তি নেই। তাছাড়া আমি কাউকেই ব্যক্তিগতভাবে আক্রমণও করছি না। নচেৎ কিছু উদাহরণ দিতাম।

তাতে সেই ব্লগারের সম্মান ক্ষুণ্ন হবে বলেই তা করলাম না। নিশ্চয় এই বিষয়টি ভবিষ্যতে যারা ব্লগে যুক্ত হবেন, তারা ভেবে দেখবেন ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।