আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে হবেন ''ডি এস এল আর'' ধারী ব্লগিয় ছাগল

.............................. ব্লগে না না প্রকারের ছাগল আছে, কিন্তু সবচেয়ে বিরক্তিকর ছাগল হলো ডি এস এল আর ধারী ছাগল। ব্লগের অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে যাদের তোলা ছবি দেখতে অনেক ভালো লাগে। কিন্তু নতুন কিছু ছাগল আসছে ব্লগে ফটোগ্রাফের 'ফ' ও জানেনা বাট ভাব ধরে নাসির আলী মামুনের মত। চাইলে আপ্নিও ''ডি এস এল আর ধারী ছাগল'' হতে পারেন এই জন্য আপনার প্রথমেই দরকার হবে ৫০০০০/৭০০০০ টাকা। তারপর পোস্ট দেন ডি এস এল আর ক্যামেরা কিনতে চাই অভিজ্ঞরা হেল্প করেন সবাই অনেক নাম সাজেস্ট করলে আবার পোস্ট দেন দুই তিন টা ক্যামেরা পছন্দ হয়েছে ।

কিন্তু কোনটা কিনলে ভালো হবে বুঝতে পারছি না। পোস্ট এ বিস্তারিত দিলাম। যারা জানেন এ বিষয়ে একটু হেল্পান প্লিজ। এইবার দুইটা ক্যামেরা পছন্দ কইরা আবার পোস্ট দেনঃ ক্যানন ১১০০ ডি নাকি নাইকন ডি ৩১০০ এইবার যে কোন একটা ক্যামেরা কিনেন তারপর আবার পোস্ট দেন অবশেষে কিনে ফেললাম সাধের নাইকন ডি ৩১০/ক্যানন ১১০০ ডি অভিনন্দন আপনাকে আপনি একটি ডি এস এল আর ধারী হয়ে গেছেন। ব্লগিয় ''ডি এস এল আর ধারী'' ছাগল হওয়া এখন শুধু মাত্র সময়ের ব্যাপার।

এইবার ঘুইরা ঘুইরা কিছু াল ছাল ছবি তুইলা পোস্ট দেন ঃ নতুন ডি এস এল আর টাতে আমার তোলা ব্র্যান্ড নিউ কিছু ছবি। দেখুন তো কেমন হয়ে ব্লগে সবাই দেখবেন আপনার ছবির প্রশংসা করবে। এইবার আপ্নে বিভিন্ন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারপর পোস্ট দেনঃ আমার ছবিটাতে একটি লাইক দিয়ে সাহায্য করুন প্লিজ কয়দিন ব্যাবহার করার পর যদি দেখেন আপ্নের ক্যামেরায় প্রবলেম দেখা দিছে তাহলে পোস্ট দেনঃক্যামেরা নিয়ে একটু সমস্যায় পড়েছি। একটু হেল্পান। প্লিজ লাগে এইবার খালি ছবি তুলবেন আর ব্লগে পোস্ট করবেন আর মাঝে মাঝে লাইক ভিক্ষা করবেন।

আপনার জন্য রইল শুভকামনা ( এই পোস্টের বিষয়বস্তু সম্পূর্ণ কাল্পনিক। জীবিত অথবা মৃত কারো সাথে মিলে গেলে লেখক দায়ি না। )  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.