আমাদের কথা খুঁজে নিন

   

মাহফুজুর রহমানের নতুন কীর্তি ও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের বক্তব্য!!! (ভিডিও সহ...না দেখলে ১০০০% মিস...)

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার মাহফুজুর রহমান আসলেই একটা মূর্খ-মদন। কোনদিন স্কুলে গেছে কিনা সন্দেহ। ভদ্রভাবে কথাও বলতে জানেনা। তবে একটা জিনিস খুব ভালোভাবেই প্রমাণ করেছে- 'স্যুটেড-বুটেড হলেই ভদ্রলোক হওয়া যায় না'। যুক্তরাজ্যে র‌্যাব ও প্রধানমনন্ত্রীকে জড়িয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান অত্যন্ত তাচ্ছিল্য সহকারে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যা বলেন তা অনেকটা এমন- "আরে প্রাইম মিনিস্টার কত কথা বলে।

ঐযে শুনছেন না তিনি বলছে আমরা কি ড্রয়ং রুম পাহারার দায়িত্ব নিছি। এটা হচ্ছে বেশি কথা বললে বাচালের ফট করে মিস্টেক হয়ে যায়না, এটাও(পিএম) এর মিস্টেক হয়ে গেছে। " নিচে ভিডিও দেখুনঃ আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন- প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে থাকলে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্যে র‌্যাব ও প্রধানমনন্ত্রীকে জড়িয়ে এটিএন বাংলার চেয়ারম্যানের দেওয়া বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, তার বক্তব্যে যদি কিছু পাওয়া যায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ বিষয়ে জানার পরে ব্যবস্থা নেবো।

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে সাংবাদিকদের বক্তব্য জনগণ ও তদন্তকারী দলের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি এ প্রসঙ্গে বলেন, সাগর-রুনিকে নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের পক্ষ থেকে এমন মন্তব্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে সাহারা বলেন, সাংবাদিকদের ওপর কারা হামলা করেছেন? আপনাদের ওপর যদি কেউ হামলা করে থাকেন, তাহলে আপনারা মামলা করেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

সূত্রঃ কালের কণ্ঠ আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এখনো এই ভিডিওটি দেখেন নি। তাই বলেছেন- " প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে থাকলে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। " অপরদিকে মাহফুজুর রহমানের কথা বলতে বলতে হঠাত করেই সাংবাদিকদের কথা তুলে ধরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর জানা উচিত ছিলো, এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিকদেরকে, সাংবাদিকদের সকল সংগঠন থেকে বয়কট করার ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং মাহফুজুর রহমানের কথা বাদ দিয়ে সকল সাংবাদিকদের কথা টেনে নিয়ে আসাটা ঠিক হয়নি।

এবার মাহফুজুর রহমান-কে নিয়ে একটি র‌্যাপ শুনি বিজ্ঞাপনঃ বর্তমান বিশ্ব পুরোপুরি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এমতাবস্থায়, আরও সহজ ও আধুনিক ভাবে সবার সাথে আধুনিক পৃথিবীর পরিচয় করিয়ে দিতে এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাসিক ম্যাগাজিন "সায়েন্সটেক"। পাঠকদের সাথে সরাসরি আলোচনার স্বার্থে ফেসবুক পেজ আকারে "সায়েন্সটেক" এখন আপনাদের আরও কাছে। "সায়েন্সটেক"-এর ফেসবুক ফ্যন পেজ LIKE দিয়ে আমাদের সাথে এগিয়ে চলুন বিজ্ঞান যাত্রায়। নিজে জানুন, অন্যকেও জানতে উতসাহিত করুন।

#বিজ্ঞান ও প্রযুক্তির চমকপ্রদ চলমান সব খবরা-খবরের সাথে নিজেকে আপডেট রাখতে 'সায়েন্সটেক'-এর ফেসবুক ফ্যান পেজে যোগ দিন এখানে ক্লিক করে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.