আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতি মাহফুজুর রহমান:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান অত্যন্ত রসিক মানুষ। আমি নিজেওতার একান্ত ভক্ত। ব্যক্তিগতভাবে তার সাথে কখনও পরিচয় হয়নি। তারপরেও মনে হয়, তাকে খুব চিনি। তার কন্ঠস্বর খুব পরিচিত।

তার কথা বলার ভঙ্গী ও ঢং খুবই বিনোদনমূলক। তিনি ঢাকার মোহাম্মদপুরবাসী। হয়তো খুব কাছের প্রতিবেশী। টিভিতে যখনই তাকে দেখানো হয় খুব মনোযোগ দিয়ে তাকে পর্যবেক্ষণ করি। তার কথা বলার ঢং মনে করিয়ে দেয় প্রিয় সিরিয়াল [লিংক=যঃঃঢ়://িি.িঃযৎববংঃড়ড়মবং.পড়স/]থ্রিস্টুজেস-এর কথা[/লিংক]।

বাংলায় থ্রিস্টুজেস ডাবিং করলে তার কন্ঠস্বর দিতে পারলে সত্যি বিনোদনমূলক ও জনপ্রিয় হতো। 1935 সালে এই ক্ষণজন্মা গুণীর জন্ম হয় কুমিল্ল্লা সদরে। 29 বছর ধরে কোর্ট-কাচারীতে ওকালতি করে তিনি 1992 সালে নেক নজরে পড়ে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুস্টলোকেরা তাকে ডাকে বটতলার উকিল বলে। সাধারণত: যারা বটতলা থেকে প্র্যাকটিস শুরু করেন তাদেরকে এরকম নামে ডাকা হয়।

তারপরেও বড্ডো সাদাসিধে মানুষ। সাংবাদিকদের সাথে মন খুলে কথা বলেন। যেমন "সার্কুলার তো বাংলায় লেখা, পড়েন না..ক্ষিধে এখন ওতো কথা বলা যাবে না, ভেজাল লাইগা গেছে..."। ইচ্ছে হয় শুধু তার ভিওিওগুলো একএিত করে একটা বিশাল ভিডিও ক্লিপ তৈরী করতে। তার কথা শুনি আর হাসি।

অত্যন্ত মজার মানুষ। গত বছরে জানুয়ারীর 16 তারিখে তিনি নির্বাচন কমিশনে নিয়োগ পান। গত নভেম্বরের 23 তারিখে আজিজের প্রস্থানের পর গায়ের জোরে নিজেকে ভারপ্রাপ্ত বলে ঘোষনা দেন। অনেকটা অভিমান করেই বলেন অন্য কাওকে প্রধান হিসেবে নিয়োগ দিলে তিনি মানবেন না। একদম মামার বাড়ীর আবদার।

এমন মাথামোটা উকিল আছে বলেই তো জনপ্রিয় চারদলীয় জোট সরকার আগামী নির্বাচনে একলা মাঠে গোল দেওয়ার ভরসা পায়। নির্বাচন কমিশন সাইটে এখনও আজিজ তার জীবন বৃওান্ত সাঁটিয়ে রেখেছেন। তাই সেখানেও বিচারপতি মাহফুজুর রহমানের জীবনবৃওান্ত খুঁজেও কিছু পেলাম না। কেউ পেলে যদি এই ভক্তকে একটু খোঁজ দিয়ে ধন্য করতেন। তারপর এই অতি পরিচিত জনপ্রিয় মুখটিকে সবার সামনে তুলে ধরার জন্য ইউটিউবে সার্চ দিয়ে একটা ক্লিপ পেলাম।

ক্লিনহার্ট অপারেশনের সময় 2002 সালে তার মোহাম্মদপুরের বাসা থেকে তার শ্যালকের জমানো অস্্র উদ্ধার করা হয়, পরে গ্রেফতার করা হয় তার গুণধর শ্যালককে। লুঙ্গিপরা মাহফুজ হাঁটছেন আর সেই চিরায়ত সারল্যে তার বিবৃতি টিভি সাংবাদিকদের দিয়ে বলছেন তার বাসার দেয়ালে কে যেন অস্্র ঝুলিয়ে চলে গেছে..হা হা। এমন খাঁটি কুমিল্লার মাটির মানুষ সত্যি আজকাল পাওয়া যায় না। তাই তার সম্মানে আপনাদের সামনে [লিংক=যঃঃঢ়://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=0ৎঞঔঋওপঠএজ8] বিচারপতি মাহফুজের ভিডিও ক্লিপটি[/লিংক] দিয়ে দিলাম। ধন্য আমরা ধন্য।

দীর্ঘজীবি হোন প্রিয় বিচারপতি মাহফুজ, আমাদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (ক্লোজআপহাসি)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.