আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে ছবি ‘দুদু মিয়া’

ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলন ইতিহাসে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত। এই আন্দোলনের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ডিজিটাল ছবি ‘দুদু মিয়া’। ডায়েল রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটি প্রযোজনায় রয়েছেন অন ফোকাস। সম্প্রতি ‘দুদু মিয়া’ ছবিটির একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে শুরু হয়েছে এর কাজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।

পলাশীর যুদ্ধ মুসলমানদের জন্য চরম দুর্ভোগ ডেকে এনেছিলো। পাশাপাশি মুসলমানদের প্রতি ইংরেজদের নীতি ছিল শক্রুতামূলক। তাই মুসলমানরা শিক্ষা-দীক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলো। পূর্ববঙ্গের মুসলমানদেরকে কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনার জন্য সর্ব প্রথম এগিয়ে আসনে হাজী শরীয়তউল্লাহ। তিনি চেয়ে ছিলেন মুসলমানদের মধ্যে যে সমস্ত কুসংস্কার প্রবেশ করেছে, তা উচ্ছেদ করে তাদের মধ্যে ইসলাম ধর্মের মূল অবস্থায় ফিরিয়ে নিতে।

এ চিন্তা থেকেই তিনি তার সংস্কার আন্দোলনের নাম দেন ফরায়েজী আন্দোলন। হাজী শরিয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তারঁ পুত্র মুহসীন উদ্দিন দুদু মিয়া। হাজী শরিয়তউল্লাহ্ ফরায়েজী আন্দোলনকে একটি শান্তিপূর্ণ ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন। কিন্তু দুদু মিয়া ছিলেন বিপ্লবী। তিনি গ্রামে গ্রামে ঘুড়ে তার সংস্কার ও সংগ্রামের কথা প্রচার করতে থাকেন।

ফলে দলে দলে মুসলমানগন দুদু মিয়ার অনুসারী হতে থাকে। দুদু মিয়ার ছিল নিজস্ব লাঠিয়াল বাহিনী । জমিদারদের শায়েস্তা করার জন্য তিনি লাঠিয়াল বাহিনী পাঠিয়ে দিতেন। একসময় দুদু মিয়া অত্যাচারী জমিদার ও নীলকরদের আতঙ্ক হিসেবে পরিচিত হন। এ সংগ্রামী জীবনের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘দুদু মিয়া’ ছবিটি।

পরিচালক ডায়েল রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ছবির শিল্পী তালিকা চুড়ান্ত হয়নি। ছবিটিতে সম্ভাব্য অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেÑ মোশারফ করিম, চঞ্চল চৌধুরী,সুমাইয়া সিমু, নাফিজা, সোহেল খান, শহিদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, নাদের চৌধুরী,আবুল হায়াত প্রমুখ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.