আমাদের কথা খুঁজে নিন

   

পুরো জাতি আজ ভাইরাসাক্রান্ত

আমি বজ্র, আমি অবিনাশী/ আমি নরকে বসিয়া হাসি পুস্পের হাসি/ মোর এক হাতে বাঁকা প্রেমের বাঁশরী, আর হাতে রণতূর্য/ আমি মহাবিদ্রোহী রণক্লান্ত/ আমি সেইদিন হব শান্ত/ যেদিন আমার মনের মানুষ পরের ঘরে যাবেনা....না না না এত রাত হয়ে গেল অথচ রাতের ডিনার সারতে পারলাম না। নারে ভাই, কেউ খাইতে না করেনাই। আমার বাসায় যে রুমে টিভি, সেই রুমেই খাবার টেবিল। আমার আবার একটা বিশেষ জিনিষে ব্যাপক এলার্জি, নাম ই সুনতে পারিন চোখে দেখা তো দুরের কথা। এর নাম “সিরিয়াল”।

কেউ হিন্দির, আবার কেউ বাংলার টা, তবে দুইটাই অরিজিনাল ইন্ডিয়ান। আমার বাসায় বাংলাটা চলে। যতক্ষণ চলে ততক্ষণ পারতপক্ষে আমি ঐ রুমে যাইনা। এইসব বস্তা-পচা সিরিয়াল যখন চলে, এগুলির উথারি-পাতারি মিউজিক আমার কানে ঢুকলেই মেজাজ খারাপ হয়ে যায়। প্রতিদিন-ই এসব চলে।

আজকে গু-বাংলার সিরিয়াল কেন এতক্ষণ ধরে চলছে? অন্যদিন তো ১০ টায় খতম হয়। কারণ জানার জন্য ছোট ভায়ের কাছে জানতে চাইলে সে জানাল, আজকে নাকি বিশেষ পর্ব। তাই সময় বেশি লাগবে। অন্যসময় সারাদিন ধরে চলে “স্টার-মালশা”, যতক্ষণ না আমি চ্যানেল ঘুরিয়ে দেই। এই সিনারি খালি আমার একার বাসায় না, যত আত্নীয়-স্বজন আছে, শিক্ষিত গো-মুর্খ নির্বিসেশে সবার ফেভারিট।

পুরা জাতির আজ এই দূর্দশা। এই জাতির কি দেশপ্রেম বলে কিছু নেই? যারা আমাদের চ্যানেল নিজেদের দেশে চাহিদা স্বত্বেও দেখাতে চায়না, সেই ঘটির জাতের চ্যানেল....তাও যদি শেখার কিছু থাক্ত....সেগুলিই আমাদের নারী জাতির দেখতেই হবে। কি সুন্দর শাড়ি!!! আরে! আরে! এমন চমৎকার গয়না!!! ওমা! এই কালারের লিপিশটিকো হয় নাকি!!! (এই এক্সপ্রেশন গুলি খুবি কমন বাট আমার বাসায় হয়না, অডিয়েন্স মাত্র ২জন মুরুব্বি) আমার বাপ আমারে বলে তুই একটা টিভি কার্ড কিন্না নিতে পারস না? আমি বলি, হুম....কিনব। আমার ওটা না কিনলে চল্বেনা। কিন্তু আমি চাই এই অভিশাপ থেকে জাতি চিরস্থায়ী মুক্তি পাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.