আমাদের কথা খুঁজে নিন

   

পুরো ৭ গুণন ২৪ ঘন্টা!!!

wanna know and show everything I can...... বাংলাদেশ মনে হয় এমন একটা দেশ যেখানে ভুল থেকে কোন শিক্ষা নেওয়া হয়না। বরংশ সেই ভুলকে আঁকড়িয়ে ধরে থাকতে বেশি প্রাধান্য দেওয়া হয়। প্রতিবছর লঞ্চডুবিতে এতো লোক মারা যায়, তার জন্য না নেওয়া হয় কোন সরকারি পদক্ষেপ, না তোলা হয় কোন গণসচেতনতা। যেখানে লঞ্চে যাত্রীর সংখ্যা অজানা, সেখানে এই ধরনের দূর্ঘটনা কোন ব্যাপারইনা। আর রোড দূর্ঘটনার কথা না হয় আজ নাই বললাম।

এসব হত্যাকান্ডের কোন বিচার হয়না। বরংশ যারা বিচার চায়, তাদের শাস্তির ব্যবস্থা করা হয় খুব তারাহুড়া করেই। তবে একটা মানুষের পরিবর্তে ছাগল বা কয়েক হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সূধী সাবধান, কখনো এর জন্য সরকারকে বা সরকার প্রধানকে দোষ দিতে যেওনা। যে দেশ আজ শোকে আহাজারি করছে, সেখানে আজ জাতীয়ভাবে শোক পালন করার দরকার ছিলো।

সেখানে আজ সরকার জনসভার জন্য কোটি কোটি টাকা খরচ করে লোকসমাগম করছে। বাংলাদেশ, তুমি পারো। পারবেনা কেনো, এতে কিছু লাভ হয় বৈ কি। একটা না দুইটা না, এর তদন্তের জন্য গঠন করা হয়েছে তিনটা কমিটি। তিনটা কমিটি তিন ধরনের রিপোর্ট দিবে আর সময় ক্ষেপন করবে!!! আমার এই ভেবে আবার চিন্তাও হয়, কয়েক বছর পর হয়তো মৃতের বিনিময়ে টাকা লাভের আশায় অনেকে দালালি শুরু করবে।

পথঘাট থেকে এতিমদের তুলে এনে লঞ্চে ভরিয়ে দিবে, আর কিছু দলিলপত্র দেখিয়ে নিজেদের সদস্য বলে চালিয়ে দিবে। এতে যদি কিছু উপার্জন হয়। এই চিন্তাটা যদিও খুবই রুচিহীন, তারপরেও বাংলাদেশ বলে কথা। সেখানে সবই সম্ভব!!!! এসব হত্যাকান্ডের জন্য কোন বিচার চাইতে এই স্ট্যাটাস দিইনি। এর জন্য কাউকে দোষারপ করতেও আসিনি।

পাশে যদি আমার জেল হয় বা অর্থদন্ড হয়!!! বরংশ সরকারকে বাহবা দিতে হয়। কারন উনারা আজ জনসভা সফল করতে যাচ্ছেন, আবার ক্ষতিপূরনের জন্য ইতিমধ্যে অর্থও বরাদ্দ দিয়েছে। সঙ্গে অবশ্য তিনটা কমিটিও করা হয়েছে যার তদন্ত রিপোর্ট আমরা এক সপ্তাহের মাঝে পেতে যাচ্ছি। এবার অবশ্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম না। পুরো ৭ গুণন ২৪ ঘন্টা!!! ভুক্তোভোগীদের প্রতি রইলো আমার সমবেদনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.