আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রের ঢেউ আছড়ে পড়ল নীলনদে

মোহাম্মদ মুরসি। তাহরির আন্দোলনের ফসল। গণতন্ত্রের ঢেউ আছড়ে পড়লো। শেষতক নীল নদের তীরে। কত নাটকীয়তা।

কত অনিশ্চয়তা। সামরিক ডিক্রি। সব কিছু ছিন্ন করে বেরিয়ে এলো। জনগণ রাস্তায়। তাহরির স্কয়ারে।

মোড়ে মোড়ে । অলিতে গলিতে । সাধারণ মানুশ উদ্বেলিত। নিজেদের হাতে নিজেদের নেতা নির্বাচন। কি বিস্ময়কর!কি অভূতপূর্ব ব্যাপার।

ক'দিন আগেও যেখানে জনগণের কণ্ঠ ছিল ম্রিয়মান। চারিদিকে একনায়ক আর স্বৈরাচারের চোখ রাঙানি। হোসনি মোবারক। এক জগদ্দল পাথর । মিশরের ইতিহাসের খলনায়ক।

মোবারকের গুলিতে কত মায়ের বুক খালি হলো। রক্তস্নাত হলো গণহন্ত্রের মঞ্চ। তারপর লেজ গুটিয়ে পালাল। জনগণ জানে। কিভাবে জাতির ঘাড়ে চেপে বসা ভূত ছাড়াতে হয়।

মোবারক গেল। আবার শোনা গেল সেনাবাহিনীর হাতিয়ারের আওয়াজ। সব শেষ। গণতন্ত্রের বিজয় হলো। সেনা সমর্থনপুষ্ট আহমেদ শফিক।

মোবারকের সাবেক মন্ত্রী। কোথায় গেলেন তিনি। তাও নিযে গেলেন ৪৮%। তবুও থামল না মুরসি। জিতেই গেলক।

৫২% সমর্থন। সংঘর্ষের আশংকা। সেনাবাহিনী । মাথামোটা ওদের। নাকি "শফিক কম নন" জানান দিতে।

এ যু্গে ষঢ়যন্ত্র তত্ত্ব প্রত্যাখ্যাত। মিশরীয় সামরিক ভূত। সরিষা থেকে বেরিয়ে এখন নীলনদে । জনগণের বিজয় অবশ্যম্ভাবী। সভ্যতায় মিশরীয়রা অগ্রদূত।

ওরা আমাদের হাজার হাজার বছর আগে লিপি শিখিয়েছে। এখন শেখালো অধিকার আদায়। জনগণের এ অধিকার প্রতিষ্ঠার বাতাস ঘূর্ণি হয়ে আঘাত হানুক স্বৈরাচারীর বুকে। গণতন্ত্র শব্দটির জায়গায় তাহরীর স্কয়ার বসালে খারাপ হবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।