আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকদের সমাবেশে সাংবাদিকদের হামলা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে হামলা করেছে এটিএন বাংলার সংবাদকর্মীরা। রোববার বেলা ১২টার দিকে পূর্বঘোষিত সমাবেশে সাংবাদিক সংগঠনগুলোর অংশগ্রহণে প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু হয়। একজন সাংবাদিক নেতা শুরুতেই বক্তব্য দেন, ``সাগর-রুনির হত্যকাণ্ডের সঙ্গে জড়িত এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিচারের মুখোমুখি করতে হবে।`` এসময় এটিএন বাংলার সাংবাদিকরা তার ওপর হামলা চালান। তাকে মারতে মারতে প্রেসক্লাবের সামনে থেকে শার্টের কলার ধরে ভেতরে নিয়ে যান এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শওকত মিল্টন। এরপর প্রেসক্লাবের ভেতরে মিল্টনের সঙ্গে যোগ দেন বিশেষ প্রতিনিধি মাহমুদুর রহমান এবং আরেক রিপোর্টার রাহাত মিনহাজ। এক পর্যায়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর নেতৃত্বে পরিস্থিতি শান্ত করা হয়। সাংবাদিক ইউনিয়নের নেতারা ও প্রেসক্লাবের কর্মীরা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে হামলাকারী এটিএন বাংলার সাংবাদিকদের বের করে দেন। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.