আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকদের ওপর নির্বিচার হামলা



পাহাড়ি-বাঙালি সংঘর্ষের সময় গতকাল মঙ্গলবার খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা নির্বিচারে হামলার শিকার হয়েছেন। হামলা ছাড়াও সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করা হয়। দায়িত্ব পালনে বাধা দেওয়া ছাড়াও কোনো ছবি ধারণ করতে দেওয়া হয়নি তাঁদের। হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি, চ্যানেল আই ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আহত হওয়া ছাড়াও বেশ কয়েকজনকে নাজেহাল করা হয়েছে। হামলাকারীরা তাদের পরিচয় পত্রিকা টেলিভিশনে প্রকাশ করা হলে পরিণতি আরো ভয়াবহ হবে বলে হুমকি দেয়।

ঘটনার পর থেকে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে সবাই অনেকটা আত্দগোপনে আছেন। পুলিশ তাঁদের সতর্কভাবে চলাফেরা করার অনুরোধ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে খাগড়াছড়ি বাজারে সংঘর্ষের ছবি ধারণ করতে গেলে এনটিভিরি সিনিয়র রিপোর্টার তালাত মামুনকে শারীরিকভাবে নাজেহাল করা হয়। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী এসে সাংবাদিক তালাত মামুনকে উদ্ধার করে নিয়ে যান।

আদালত সড়ক হয়ে সংঘর্ষের ব্যাপকতা শাপলা চত্বর এলাকায় এসে পেঁৗছলে সেখানেও সাংবাদিকদের নাজেহাল করা হয়। বিপুলসংখ্যক সাংবাদিক সেখানে উপস্থিত থাকলেও তাঁদের কাউকেই সংঘর্ষের ছবি ধারণ করতে দেওয়া হয়নি। কলেজ রোড এলাকায় সংঘর্ষের সময় ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের স্থানীয় সংবাদদাতা দিলীপ চৌধুরী, দেশটিভির মংসা প্রু মারমা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.