আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের পক্ষপাতমূলক কর্মকাণ্ড দেশেকে করে তুলছে অস্থির । প্রসাসন ও সরকার এক হয়ে গেছে ।পরিনতি গত সরকারের মতই হবে ।

দলিয়করন আমাদের দেশের রাজনিতিকে করেছে কলুষিত,করেছে প্রশ্নবিদ্ধ,লেপে দিয়েছে কালিমা আমাদের দেশের রাজনিতির সংস্কৃতিতে । সরকার পারছেনা দলকে আলাদা রাখতে , দল থেকে আবার সরকার প্রভাব খাটাচ্ছে বিচার বিভাগে এবং প্রসাসনে । দলীয় নিয়োগ দেয়া হচ্ছে সবখানে পুলিশ থেকে বিচারপতি, আমলা থেকে শিক্ষক সবস্থানেই । সাথে সাথে ব্যর্থ হয়েছে বিচার বিভাগকে সংসদ থেকে আলাদা রাখতে । প্রায় সময়েই আমারা আবার এদের মধ্যে দেখতে পাই দ্বন্দ্ব ।

উদাহরন দেব না এগুলু আমরা সবাই দেখছি শেষ কিছু দিন যাবত যে কিভাবে স্পিকার এবং বিচারপতিদের মান সম্মানে আঘাত করে কথা বার্তা হচ্ছে । যাই হোক এরকমটা হয় যখন সরকার এবং সরকারের শাসন দুর্বল হয়ে পরে । এখানে আমার প্রশ্ন হল আমাদের কি এরকম পথে যাবার কথা ছিল ? অর্থনীতি এবং রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আমাদেরকে এখন মুকাবেলা করতে হচ্ছে এসব দুর্নীতিরও । এরকম ভাবে যদি আমারা এগুতে থাকি তাহলে কি হবে ? আমারা প্রতিবারই পুলিশের দউরত্ত দেখব , দেখব প্রশাসনের পক্ষ পাতিত্ত যা আমাদেরকে শুধু ক্রদ এবং হিংসার দিকেই ঠেলে দেবে । গত বার বি এন পি সরকারের সময় তাদের পতনের মুল কারন ছিল তাদের এই সব দুর্নীতি যা একই ভাবে আমরা এখন দেখতে পাচ্ছি এই সময় আওয়ামিলিগ সরকারের সময়েও ।

এখন যদি এই সরকার এগিয়ে যেতে চায় সামনের দিকে এবং যেই লক্ষও তাদের মিশন ২১ সফল করা তাহলে অবশ্যই তাদেরকে দলের উপরে গিয়ে দেশেকে মূল্যায়ন করতে হবে ,তাহলেই তাদেরকে আবার গ্রহন করবে জনগন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.