আমাদের কথা খুঁজে নিন

   

নেটওয়ার্কিং - ৩

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ARPANET ARPANET নামটি এসেছে একটি অর্গানাইজেশন যেটির নাম হচ্ছে ARPA বা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সী থেকে। আরপানেটের শুরুর প্রজন্ম একসাথে চারটি মেইনফ্রেম সংযুক্ত করতে সক্ষম ছিলো। আরপানেটে দুই রকমের ডাটা ট্রান্সফার করা যেতো যার একটি হচ্ছে FTP (File Transfer Protocol) যা আজও জনপ্রিয়। আর আরেকটি হচ্ছে টেলনেট।

১৯৮০ সালে পিসি ব্যবহার আরম্ভ হওয়ার পর নেটওয়ার্কিংয়ের ধারণাটি আবর্তিত হয়। কয়েকটি পিসি নিয়ে একটি গ্রুপ তৈরী করে তোলা হয় বর্তমানে যাকে ল্যান (LAN) বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। How Do We Share? যখন নেটওয়ার্কিংয়ের সময়ে কোনো ওয়েবসাইটে কোনো ছবি বা ডাটা থাকে, সেই ছবি বা ডাটাটুকু যে দেখে সবসময় তার কম্পিউটারে থাকে না বরং অন্য কোনো কম্পিউটারে থাকে। অন্য জায়গার ওয়েবপেইজটিকে বলা হয় রিমোট এবং ব্যবহারকারী যে কম্পিউটারে বসে সেটা ব্যবহার করে, সেই কম্পিউটারটিকে বলে লোকাল কম্পিউটার। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটি কম্পিউটার থেকে যে ডাটা, ফোল্ডার, প্রিন্টার, ওয়েবপেইজ শেয়ার করা যায় বা অন্য কম্পিউটার থেকে ব্যবহার করা যায় সেগুলোকে রিসোর্স নামে ডাকা হয়।

What to share নেটওয়ার্কিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যেন এক কম্পিউটার রিসোর্স অন্য কম্পিউটার শেয়ার করতে পারে। কোন জিনিস শেয়ার করা হবে তা নিয়ে প্রথম দিকে সংশয় থাকার কারণে শুধু মাত্র ফোল্ডার ও প্রিন্টার শেয়ার করা হলেও বর্তমানে ওয়েব পেইজ, ইমেইল, ফাইল ট্রান্সফার প্রটোকল এবং এমনকি অন্য কারো ডেস্কটপ পর্যন্ত শেয়ার করা যায়। Server and Clients একটি নেটওয়ার্কে যে রিসোর্স শেয়ার করে তাকে সার্ভার আর যে সেইসব রিসোর্স ব্যবহার করে তাকে ক্লায়েন্ট বলে। সুতরাং, একটি রিসোর্স শেয়ার করার জন্যে অন্তত একটি কম্পিউটার লাগবে যেটি সার্ভার হিসেবে রিসোর্স শেয়ার করবে এবং আরেকটি কম্পিউটার লাগবে যেটি ক্লায়েন্ট হিসেবে সেই রিসোর্স ব্যবহার করবে। (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.