আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানিতে প্রফেশন্যাল নেটওয়ার্কিং : পর্ব-১



প্রফেশনাল নেটওয়ার্কের ওয়েবসাইট Xing এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও এটিকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বলা হয়ে থাকে। বর্তমানে Xing এর ব্যবহারকারী ১৩.৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রায় ২০০ টির ও বেশী দেশে রয়েছে Xing এর ব্যবহারকারী। ২০০৬ সালের ১লা নভেম্বর Lars Hinrichs হামবুর্গ, জার্মানিতে এটি প্রতিষ্ঠা করেন।

মজার ব্যাপার হল শুরুতে এর নাম ছিল “Open Business Club AG” বা “OpenBC”। পরে ১৬ দিন পর ১৭ ই নভেম্বর এর নাম পরিবর্তন করে “Xing” রাখা হয়।
জন্মের পর থেকেই এটি জার্মানি এবং তার আশেপাশের দেশে বেশ সাড়া ফেলে! ২০০৬ এর মাঝেই তারা ছাড়িয়ে যায় ১.৫ মিলিয়ন সদস্য সংখ্যা। এছাড়াও, ইউরোপে Xing তার প্রভাব বজায় রাখার জন্য একের পর এক প্ল্যাটফর্ম কিনতে থাকে! মার্চ 2007 সালে , Xing স্প্যানিশ সামাজিক নেটওয়ার্কিং ব্যবসা eConozco কেনে, জুন 2007 সালে কেনে স্প্যানিশ সামাজিক নেটওয়ার্কিং ব্যবসা Neurona । জানুয়ারী 2008 সালে, Xing তুর্কি সামাজিক নেটওয়ার্কিং ব্যবসা Cember কিনে নেয়!

লেখাটি বিসাগ ( বাংলাদেশি স্টুডেন্ট ও এলাম্নাই এসোসিয়েশন ইন জার্মানি) "জার্মান প্রবাসে" একটি মাসিক বিসাগ প্রকাশনায় Rashidul Hasan এর লেখা আর্টিকেল এর কিছু অংশ ।

প্রফেশনাল নেটওয়ার্ক ওয়েবসাইট Xing এর আদ্যোপান্ত জানুন @Rashidul Hasan নতুন সিরিজ জার্মানিতে প্রফেশন্যাল নেটওয়ার্কিং।

আরও জানতে পড়ুন
জার্মান প্রবাসে – একটি মাসিক বিসাগ প্রকাশনা – ফেব্রুয়ারি, ২০১৪
লিঙ্কঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.