আমাদের কথা খুঁজে নিন

   

২৩ জুন ২০১২ পলাশী যুদ্ধের ২৫৫তম বার্ষিকী: শিল্পীর চোখে ‘The Battle of Plassey’

মাত্র আট ঘণ্টা স্থায়ী যুদ্ধ যে সুদীর্ঘ দুঃখপুর্ণ ইতিহাসের সূচনা করেছিল তার রেশ এখনও রয়ে গেছে বললে অত্যুক্তি করা হবে না। নবাব সিরাজউদ্দৌলার ৫০০০০ সৈন্যের বাহিনীর বিপরীতে ইংরেজদের মাত্র ৩০০০ সৈন্যের বাহিনী! ইতিহাস এইরূপ না হবারই কথা। কিন্তু নবাবের প্রধান সেনাপতিদের বিশ্বাসঘাতকতা ইংরেজদের সমগ্র পৃথিবী জয়ের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। ষড়যন্ত্র এবং সভাসদদের বিশ্বাসঘাতকতার জোড়ে বিজয়ী ইংরেজদের বিরুদ্ধে নবাবের পরাজয় সঙ্গত কারণেই রাজনৈতিক, সামরিক নয়। আসুন ঘুরে আসি ২৫৫ বছর পূর্বের যুদ্ধ ক্ষেত্র থেকে শিল্পীর চোখে।

১। যুদ্ধ পরিকল্পণা টাইটেল: A Plan of the Battle of Plassey, fought 23 June 1757 by Col. Robt. Clive, against the Nabob of Bengal বর্ণনা: Detailed depiction of the battlefield with explanations of troop movements মাধ্যম: An engraving from the London Magazine, 1760, with modern hand colouring আনুমানিক সময়কাল:১৭৬০ রেফারেন্সে যা লেখা আছে: References ~ A The English Troops drawn up when the Enemy appeared marching out of their Entrenchments at 8 in the Morning. a.a. Europeans b.b. Seapoys. B The Enemy’s Camp and Entrenchments. C The Enemy formed with their Cannon & advancing to surround us. D The English Troops retired behind the Banks of the Grove on the Enemy’s cannonading us at a distance with their heavy artillery beyond the range of our Field Pieces. E Our Cannon divided in the openings of the Bank and playing on the Enemy as they approach. F A Body of French lodged in a Tank with 3 Pieces of Cannon supported by a Body of the Moors. G Our Hobitz advanced on the first apperance of the Enemy. H Two of our Field Pieces advanced under the cover of Brick kilns. I The Nabobs Hunting House where our Ammunition was secured and our Tumbrills behind. K Fleet of Boats. Horse, yellow. Foot, red. টাইটেল: Plassey 1757 শিল্পী: Osprey বর্ণনা: Overview of the battle ২। সমর সজ্জা ২.১ নবাবের সেনাবাহিনী নবাবের বাহিনীর অধীন কামানগুলো ছিল অধিক ক্ষমতা সম্পন্ন ক্যালিবারের (18-pdrs, 24-pdrs and 32-pdrs); কামানগুলো একটি বিশেষভাবে নির্মিত মঞ্চের উপর স্থাপন করা ছিল, যে মঞ্চটি প্রয়োজনীয় গোলাবারুদ এবং গোলন্দাজ সহযোগে পরিবহন করা যেত। মঞ্চটিকে একটি বৃহদাকার গরুটানা গাড়ীর সাথে তুলনা করা যেতে পারে; ৪০-৫০ ষাঁড় এগুলোর জোয়াল টানত এবং পেছনে ছিল হাতী। ২.২ ইষ্ট ইন্ডিয়া কোং-এর সেনাবাহিনী নবাবের বিশাল বাহিনীর তুলনায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শক্তি ছিল নিতান্তই সামান্য।

সর্বমোট ৩০০০ সৈন্য এবং ৬টি কামান (6-pdrs) ২টি হাউটসার। সামরিক শক্তির তুলনা: ইষ্ট ইন্ডিয়া কোং সেনাবাহিনী 750 European soldiers 100 Topasses 2,100 Indian sepoys 100 gunners 8 cannon (six 6-pounders and 2 howitzers) নবাব সিরাজুদ্দৌলার সেনাবাহিনী 35,000 infantry 18,000 cavalry 53 field pieces (mostly 32, 24 and 18-pounders) 50 French artillerymen (6 field pieces) ৩। যুদ্ধক্ষেত্র ৩.১ নবাবের বাহিনী টাইটেল: The Navab's arrival before Clive's position, India, 1757 শিল্পী: Richard Caton Woodville II বর্ণনা: One of three commemorative views of the Battle of Plassey from the Illustrated London News সময়কাল: ১৮৯৩ টাইটেল: The Navab's artillery on a special movable platform শিল্পী: Richard Caton Woodville II বর্ণনা: One of three commemorative views of the Battle of Plassey from the Illustrated London News সময়কাল: ১৮৯৩ কামানগুলো স্থল থেকে ছয় ফুট উঁচুতে একটি বিশেষভাবে নির্মিত মঞ্চের উপর স্থাপন করা ছিল, যে মঞ্চটি প্রয়োজনীয় গোলাবারুদ এবং গোলন্দাজ সহযোগে পরিবহন করা যেত। মঞ্চটিকে একটি বৃহদাকার গরুটানা গাড়ীর সাথে তুলনা করা যেতে পারে; ৪০-৫০ ষাঁড় এগুলোর জোয়াল টানত। প্রতিটি কামানের মঞ্চের পিছনে ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাতী।

যদি ষাঁড়গুলি কোন স্থানে মঞ্চ টেনে নিতে না পারত তখন হাতী পিছন থেকে ঠেলা দিয়ে অতিরিক্ত শক্তির যোগান দিত। ষাঁড়গুলি ছিল অত্যন্ত বড় আকারের; পূর্ণিয়া থেকে এগুলোকে আনা হয়েছিল। বর্ণনা: Part of diorama at the Dorsetshire Regimental museum, Dorchester (The Navab's artillery on a special movable platform) টাইটেল: The Battle of Plassey of 1757 শিল্পী: Peter Jackson সময়কাল:আনুমানিক ১৮২০ যুদ্ধে ব্যবহৃত হাতী চিত্রকর্মের ধরণ: Original Art Work War Elephant Royal Armouries at Leeds এই অসাধারণ বর্মটি ৮৪৫০টি লোহার প্লেট দিয়ে তৈরী। গিনেক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই বর্মটি সবচাইতে বড় এবং ভারী হিসেবে স্থান পেয়েছে। বর্মটি লোহার টুকরা এবং চেইন মেইলের সাহায্যে জোড়া দিয়ে তৈরী করা হয়েছে, এর সাথে রয়েছে চৌকোনা আলংকরিক বিভিন্ন অংশ।

বর্মটি ১৭৯৮ এবং ১৮০০ সালের মধ্যে কোন এক সময় লেডী ক্লাইভ (দ্বিতীয় লর্ড ক্লাইভ এডওয়ার্ডের স্ত্রী) অধিগ্রহণ করেন। এটা ১৮০১ সালে ইংল্যান্ড পাঠানো হয় এবং পাউয়িস ক্যাসেলে প্রদর্শনের জন্য রাখা হয়। পরবর্তীতে ১৯৬২ সালে Royal Armouries-কে উপহার দেওয়া হয়। Royal Armouries-এর প্রদর্শন তথ্যে বলা হয়েছে যে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের সময় বর্মটি হস্তগত করা হয় বলে যে গল্প প্রচলিত আছে তা সত্য নয়! French guns captured at Plassey Currently at the Victoria memorial, Calcutta ৩.২ ইংরেজ বাহিনী টাইটেল: To fight or not to fight Clive's solitary reflections before the Battle of Plassey বই: PEEPS AT HISTORY – INDIA by T. H. Manners Howe শিল্পী: Allan Stewart চিত্রকর্মের ধরণ: Illustration সময়কাল: ১৯১১ PEEPS AT HISTORY – INDIA by T. H. Manners Howe এই বই-এ নবাব সিরাজুদ্দৌলাকে যেভাবে বর্ণনা করা হয়েছে: The ruler of the great provinces of Bengal, Orissa, and Behar was Surajah Dowlah. Young in years but old in wickedness, cowardly, revengeful, and cruel, this prince hated the English. Their growing prosperity and power alarmed him, while they had enraged him by giving shelter to a native whom he wished to kill. ENGLISH HISTORY STORIES – III by Alfred J. Church-এ লর্ড ক্লাইভকে যেভাবে বর্ণনা করা হয়েছে: As a soldier he was to do his country such services as have never been surpassed. Many able statesmen and brave and skilful soldiers have helped to build up our great Indian Empire, but no one of them did more than Robert Clive, and very few did as much. টাইটেল: CLIVE ON THE ROOF, WATCHING THE BATTLE OF PLASSEY বই: THE CHILDREN’S HEROES: THE STORY OF LORD CLIVE by John Lang শিল্পী: John Lang চিত্রকর্মের ধরণ: Cover as well as inside illustration টাইটেল: Clive examining the enemy lines from the roof of the Navab's hunting lodge শিল্পী: Richard Caton Woodville II বর্ণনা: One of three commemorative views of the Battle of Plassey from the Illustrated London News সময়কাল: ১৮৯৩ টাইটেল: Battle of Pallasey টাইটেল: Clive sprang to a gun বই: Romance of Empire India by Victor Surridge শিল্পী: A. D. M’Cormick, R.I. মাধ্যম: Drawing in Colour টাইটেল: Clive at Plassey (1757) বই: Illustrated History of India by James Grant শিল্পী: Cassell মাধ্যম: Illustration সময়কাল: আনুমানিক ১৮৯৬ টাইটেল: Clive at Plassey (1757) বই: An Historical Reading Book for School : Great Englishmen by M. B. Synge সময়কাল: আনুমানিক ১৯১১ টাইটেল: Battle of Pallasey বর্ণনা: Victory for Major General Robert Clive (1725-74), 1st Baron Clive of Plassey, over Siraj Ud Dualah, Newab of Bengal টাইটেল: Plassey 1757 টাইটেল: Battle of Plassey, 1757 বই: the Historical Scrap Book শিল্পী: Cassel মাধ্যম: Illustration/Printed material সময়কাল: ১৮৮০ টাইটেল: The Battle of Plassey শিল্পী: Severino Baraldi মাধ্যম: Painting ৪। যুদ্ধের সমাপ্তি এবং... উভয়পক্ষের ক্ষয়ক্ষতির তুলনামূলক চিত্র: ইষ্ট ইন্ডিয়া কোং সেনাবাহিনী 22 killed (5 Europeans, 13 Indians) 50 wounded (15 Europeans and 30 Indians) নবাব সিরাজুদ্দৌলার সেনাবাহিনী 500 killed and wounded টাইটেল: Robert Clive and Mir Jafar after the Battle of Plassey, 1757 বর্ণনা: The meeting of Lord Clive with Meer Jaffier, after the battle of Plassey শিল্পী: Francis Hayman মাধ্যম: Painting (oil on canvas) সময়কাল: 1762 নোট: এই ছবিটি মূলত একটি অনেক বড় ছবির প্রাথমিক নকশা পরিকল্পনা যা Vauxhaull Gardens এ দেশাত্মবোধক ছবি হিসেবে ফ্রান্সের সাথে Seven Years' War চলাকালীন সময়ে ১৭৬২ সালে প্রদর্শিত হয়।

চূড়ান্ত চিত্রাঙ্কণটি বর্তমানে হারিয়ে গেছে। উল্লেখ্য Hayman কখনও ভারতে আসেননি। টাইটেল: The meeting of Lord Clive with Meer Jaffier, after the battle of Plassey. বই: The Comprehensive History of England (Gresham Publishing) মাধ্যম: Illustration সময়কাল: ১৯০২ টাইটেল: Lord Clive and the Nawab of Bengal (মীর জাফর) বর্ণনা: Lord Clive receiving from the Nawab of Bengal (মীর জাফর) a grant of money for disabled officers and soldiers শিল্পী: Edward Penny মাধ্যম: Oil painting সময়কাল: ১৭৭২-৭৩ টাইটেল: Mir Jafar and his son Miran delivering the Treaty of 1757 to William Watts শিল্পী: Henry Dixon and Son, London মাধ্যম: Platinotype সময়কাল: আনুমানিক ১৮৯০ পলাশী যুদ্ধ উপলক্ষে প্রকাশিত Tradecard ‘Plassey 1757’ Price's Patent Candles, Famous Battles, 1910 Battle of Plassey, June 23rd 1757; Lord Clive inset শেষ কথা: পরাধীনতার যে পতাকা সেই সময়ে উত্তোলিত হয়েছিল অনেকের বিশ্বাসঘাতকতায়, দেশ স্বাধীন হয়েছে কিন্তু বোধকরি সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায়নি। তাই চারিদিকে এত অবিশ্বাস, বিদ্বেষ, রেষারেষি, তাই এত দ্বন্দ্ব। আসুন একটি সুন্দর আগামীর জন্য, একটি সুন্দর দেশের জন্য, ভবিষ্যত প্রজন্মের প্রয়োজনে সব কিছু ভুলে আমরা আমাদের পতাকা তলে সমবেত হই তথ্যসূত্র: http://www.banglapedia.org/ http://en.wikipedia.org/ http://www.columbia.edu/ http://chalklands.wordpress.com/ http://www.art.com/ http://artfrombooks.com/ http://asianmil.typepad.com/ http://www.heritage-history.com/ http://www.mainlesson.com/ http://www.lookandlearn.com/ http://www.artfinder.com/ http://www.flickr.com/ http://www.youtube.com/ http://www.kronoskaf.com/ murshidabad.net ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।