আমাদের কথা খুঁজে নিন

   

গুডবাই ইউপিএস........................।

এখনই, নয়তো কখনই নয়...। ভাবছিলাম আইপিএস থাকতে ইউপিএস কেন? তাই একে ওকে জি্জ্ঞাসা করা যে আইপিএস দিয়ে কি ইউপিএস এর কাজ হবে কিনা। কেউ বলে হবে না কারন আইপি্‌এস এর চেন্জ ওভার টাইম ইউপিএস এর তুলনায় অনেক বেশি তাই কারেন্ট চলে গেলে কম্পিউটার শাট ডাউন/রিস্টার্ট নেবে। আবার কেউ বললো হবে কারন এখনকার আইপিএস ইউপিএসের কাজও করে। আসলে ইউপিএস নিয়ে আমার অভিজ্ঞতা ভাল নয়।

অরিজিনাল ব্যাটারিতে ভালোই চললো। তারপর রিপ্লেসমেন্ট ব্যাটারী দেয়ার পর শুরু হলো সমস্যা। মাত্র চারমাস টিকলো। তারপর আবার আরেকটা লাগালাম সেটারও প্রায় একই অবস্থা। এরপর থেকে আমি ধরেই নিলাম যে ইউপিএস এর ব্যাটারী নষ্ট হওয়া মানে নতুন আরেকটা ইউপিএস কেনার প্রস্তুতি নেয়া।

তারপর ওয়েবসাইটে প্রোডাক্ট ফিচার দেখে আর দোকানদারের কথার উপর ভরসা করে আইপিএস কিনলাম যদিও মনে সন্দেহ যে সেটা ইউপিএস এর কাজ করবে কি না? গতকাল রাতে ইলেকট্রিশিয়ানকে দিয়ে একটা পয়েন্টে আইপিএস এর কানেকশান দিলাম। আজকে দেখলাম আমার কম্পিউটারটা মেইন কারেন্ট চলে গেলেও ঐ পয়েন্টটাতে নিরবিচ্ছিন্নভাবেই চলল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।