আমাদের কথা খুঁজে নিন

   

গুডবাই, ভেট্টরী ?



বাংলা ধোলাই উপলক্ষে কিউই দলকে গ্রেট কোচ গ্রেটব্যাচসহ কিউই বোর্ডের ''হাই পারফর্মেন্স কমিটি''র সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হয়েছে। গ্রেট কোচ সব দায় প্লেয়ারদের উপর চাপিয়ে দিয়েছেন। ভেট্টরী অবশ্য কোচকে এখানেও অনুসরন করেননি। অনুসরনের কথা বললাম এ জন্য যে, কোচের অভিযোগ ছিলো প্লেয়াররা ( ভেট্টরীও প্লেয়ার কি না) তার নির্দেশনা অনুসরন করেননি। সে জন্যই নাকি এই বিপর্যয় ! তো ভেট্টরী যেটা করলেন, তিনি সরাসরি কমিটির সামনে হোয়াইট ওয়াশ হওয়ায় দু:খ প্রকাশ করেছেন।

সাথে কমিটিকে জানিয়েছেন বিশ্বকাপের পরেই তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নতুন কারো জন্য জায়গা ছেড়ে দেবেন। ও, হ্যাঁ। এই যাত্রা বলির পাঁঠা কে হলেন সেটা তো বললাম না। তার নাম ব্রেন্ডন ম্যাকালাম। এই কীপার ওপেনারকে ব্যাটিংয়ে ডিমোশান দিয়ে ১নং ওপেনার থেকে ৭নং-এ (প্রায় টেল এন্ডার) লেজত্ব দান করা হয়েছে।

ভেট্টরী জানালেন, ওখানে নাকি এই কীপার খুব ফলদায়ী। আগে কয়েকবার নাকি ওখানে খেলে দলকে জিতিয়েছেন। সেবার মাটি থেকে তুলে ক্যাচ বানিয়ে যে বাংলাদেশের বিরুদ্ধে ওদেরকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন সেটা অবশ্য বলেননি। বলবেন কেন ? এখন তো বাংলাদেশের নাম ঠেলায় না পড়লে নিতে চাইবেন না। কারণ তাদের চিরশত্রু অসিরা আবার যদি ''বাংলাদেশ আইলো'' বলে ভয় দেখায় ! অবশ্য কিউইদেরও ভাবনা নেই।

অসিরা ভারতের কাছে টেস্টে সাদা ধোলাইয়ের পর ওডিআইতেও সেই পথ ধরেছে। প্রথম ওডিআই বৃষ্টিতে ভাসার পর কাল দ্বিতীয়টাতে অসিরা ৩ উইকেটে ২৮৯ রান করেও ভারতের কাছে ৫ উইকেটের বড়ো ব্যবধানে হেরেছে। এই ধোলাইয়ের পর কিউইরাও জবাবে অসিদের "'ভারত আইলো'' বলে পাল্টা ভয় দেখাবার মওকা পেতে চলেছে। যাই হোক, বাংলা ওয়াশের প্রথম প্রতিক্রিয়া হিসাবে ''অধিনায়ক'' ভেট্টরীকে আমারা হারাতে চলেছি। এতএব আমরা বোধহয় বলতে পারি- গুড বাই, ভেট্টরী !!!!!


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।