আমাদের কথা খুঁজে নিন

   

ক্যান্সার ঠেকাতে চান? তাহলে সঠিকভাবে দাঁত মাজুন!

ভালবাস সবাই ভালবাসাকে সঠিকভাবে দাঁত না মাজলে বা ব্রাশ না করলে ক্যান্সারে ভুগে অকাল মৃত্যুর আশঙ্কা বাড়ে বলে গবেষকরা জানিয়েছেন। তারা দেখতে পেয়েছেন, যাদের দাঁতে মাত্রাতিরিক্ত প্ল্যাক জমেছে ক্যান্সারে ভুগে তাদের তুলনামূলকভাবে ১৩ বছর আগে মৃত্যুর আশংকা আছে। গবেষকরা বলছেন, যাদের মাড়ি ও দাঁতে বেশি ব্যাকটেরিয়া থাকে তাদের অকাল মৃত্যুর আশংকা বেশি থাকে। গবেষকরা আরো দেখতে পেয়েছেন, প্রতি পাঁচজন ক্যান্সার রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে সংক্রমণ এবং প্রদাহ ভূমিকা রাখছে। দাঁতে প্ল্যাক জমে মাড়িতে যেসব অসুখ-বিসুখ দেখা দেয় ক্যান্সার হওয়ার সঙ্গে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাড়ির অসুখের সঙ্গে মুখে দুর্গন্ধ এবং মাড়ি থেকে রক্তপাত হওয়ার সম্পর্ক রয়েছে। এ ছাড়া, সঠিক সময়ে চিকিৎসা করা না হলে দাঁতে পোকা ধরা বা মাড়িক্ষয়ের মতো সমস্যাও দেখা দিতে পারে। আর এসবই দেখা দেয়া দেয় দাঁতে ও মাড়ির গোড়ায় প্ল্যাক জমার ফলে। সর্বসাম্প্রতিক এ গবেষণাটি চালিয়েছেন সুইডেনের গবেষকরা। তবে তারা এ কথাও বলেছেন,দাঁতের প্ল্যাকের সঙ্গে ক্যান্সার হওয়ার সম্পর্কের বিষয়টি তাদের গবেষণায় পুরোপুরি প্রমাণিত হয়নি।

কিন্তু দাঁতের বা মুখের স্বাস্থ্য রক্ষার প্রাথমিক নিয়ম-কানুন যারা মানেন না,তারা ক্যান্সার সৃষ্টিকারী বদঅভ্যাস থেকে দূরে থাকেন না বা তাদের জীবন-যাপন ক্যান্সার প্রতিরোধে সহায়ক নয়। দৈবচয়নের ভিত্তিতে স্টকহোমের অধিবাসী এক হাজার তিনশ’ ৯০ জনের ওপর এ গবেষণা চালানো হয়েছে। আর এটি ১৯৮৫ সালে শুরু হয়ে চলেছে ২৪ বছর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.