আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদী কথকতা!

জীবনের জন্যই এই সব কথামালা ১. অলস দুপুরে ভাজ মিশ্রণ আনে ডেকে বিষন্ন বিকেল উদভ্রান্তের মত দিক বিদ্বিক আমি ভুলে যাই সম্মুখ রঙ গৌধূলির ভাজে লুকিয়ে থাকা অজস্র দুখ সুখের পাচফোড়ন ডুবুরি হাত নিয়ত হিংস্র হয় কেড়ে নেয় দিনের সহায় সূর্য চোখ বুঝে দেখি তুমি নেই সন্ধ্যা ষ্টোরে নিঃসংগতায় ছাড় হাহাকারের বিনিময়ে দুঃখ কিনি ভরিয়ে তুলি আমার নিবাস আগামীর পাথেয় নিয়ে, বিষন্নতা, দুঃখবোধ আর একলা আমি! ২. উর্বর ভূমি আর ফসাল ফলাবার জন্য কোন কিছুর অভাব ছিলো না; আহা! কতকাল এখানে কিছু জন্মেনা সাধের জমিন শূন্য পড়ে রয়। মন সায় দিলো কিছু উৎপাদিত হোক উপকরনাদি এগিয়ে দিতে এলে তুমি সে কি নিবিঢ় পরিচর্যা আমার! আহা! এখানে সুখ উৎপাদিত হোক আমরা সুখের একটা বিপনী খুলবো পাইকারী দামে খুচরা বিক্রয় করবো সুখ, সুখের বিষদ বহুমুখীতা। স্বপ্নের ভূমিতে সব বিলিয়ে দিলাম রিক্ত হয়েই আমার যৌথ বিনিয়োগ। অথচ, যে দিন আমার কিছুই থাকলোনা স্বপ্নের আবাদ আর একজন তুমি ছাড়া সে দিন ই জানালে, ভূল ফসলের কথা ক্ষেতজুড়ে শুধুই বিষাদ উৎপাদিত হলো। বিষাদ তুমি নিলেনা, বিনামূল্যে ও কেউ নেয়না ফেলে দেবার মত অবস্থা নেই, স্বপ্নের আবাধ! আহা, স্বপ্ন! রিক্ত আমাকে বিষাদী কৃষকই বানাতে পারলো। ৩. তোমাকে বলি, তুমি বরং আকাশ দেখো মুক্ত ডানায় উড়তে শেখো। বিষন্ন আমাকে দেখোনা আর বিষন্নতা আমার একলা অহংকার অভিশপ্ত জন্মের উপহার আমি বিষন্নতা একলাই বুকে ধরি বিষন্নতা পান করি, বিষন্নতা ধর্ম করি পালন। তোমার জন্য আতর মাখা বাতাস রঙ বেরঙ্গের সুর, অজস্র সুখপাখি তুমি বরং তাদের সংগ দাও বিষন্নতায় একলা ডুবে রই আমি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।