আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদী প্রেম


জানি বিধাতা প্রেমে বিষাদ ঢেলে দিয়েছেন আর বিষাদের পেয়ালা হাতে পেয়েছিলেম তোমার থেকেও। তুমি কিন্তু বিধাতা নও আমার তার চেয়ে কমও নও কিছু বিধাতার কথা কদাচিৎ মনে পরে আর তুমি থাক হৃদয় জুড়ে আলো আধারীর খেলায় মত্ত হৃদয় নিয়ে খেল দমরে মুচরে কুন্ডলী পাকিয়ে ফেলে দাও ছুড়ে সর্গ মর্ত্য ছেড়ে অনেক দূরে দূর অজানার অচেনা এক ছায়াপথের কৃষ্ণগহবরে। সেখানে শুধুই আধার নিকষ অন্ধকারে কিছই পাইনা খুজে খুজে মরি; দু-একবার হয়ত বিধাতাকে স্মরি, সেখান থেকে পরিত্রাণের আশায় বিধাতা নাখোশ হন যেনে তাকে ছেড়ে উপসনা করি তোমায়। তারপর বিষ ঢেলে দেন আকন্ঠ বিষে নিমজ্জিত থাকার পর রক্ষা পাই সে যাত্রা ভুলে যাই সবই এক নিমিষে লুব্ধকের প্রাজ্জ্বলতা নিয়ে তোমার রাজসিক প্রত্যাবর্তন হয় প্রমোদ গণি মনে মনে এ যাত্রা যেন রক্ষা হয়। রক্ষা হয়না তোমার হাত থেকে বিষাদের পিয়ালা সে আমার পরম চাওয়া কামনার সপ্তডিঙা তুমিও সদা প্রস্তুত আমার হৃদয়টা খেলনা তোমার আর তোমার হৃদয় মরিচিকা আমার কাছে। মরিচিকার ভ্রমে মত্ত আমি দিকভ্রান্ত পথিকের মতন বারবার পথ হারাই তোমার পানে বারবার ছোটে যায়এ হৃদয় তোমার টানে ; যদি কোনদিন কোন ক্ষণে করুণার ঝরণাধারা হয়ে ওঠ! আমার বিষাদী মনে সুখের পরশ দানে তীব্র বেগে ছোট!! ছবি-গুগল
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।