আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া ... বিষাদী আকাশ ও মেঘবালিকা'

মুন রিভার ... বিষাদী আকাশ, বৃষ্টি নামে আজ ... বিষাদ রাত , বিষাদ দিন। আমার তখন বিষাদ যাপন। মাত্র মাত্রই সিঙ্গাপুর থেকে ফিরেছি। অনেক অনেক স্মৃতি। একটু ফিরে তাকালেই খুব মন খারাপ হয়।

কোনো কিছুতেই মন বসাতে পারিনা। না শব্দে, না কথায়, না আকাশে ... সময়টা ছিলো বিষাদ রঙে জলছবিটা যত্ন করে আঁকা। ঢাকায় তখন একটু একটু করে ব্যস্ত হবার চেষ্টা করছি আর শহরের বদলে যাওয়া দেখছি। একটা প্রোডাকশন হাউস-এ মাত্রই জয়েন করেছি। ভালোলাগা বলতে প্রতিদিন আসার সময় প্রিয় হাইকোর্টের পাশ দিয়ে আসি।

মুহূর্তের জন্য মন নস্টালজিক হয়। ভালো লাগে তখন। আর বাকি সময়টা এক বুক শূন্যতা ... নির্বাসনে নীল, আঁধারে গাংচিল ... অফিস থেকে বাপ্পা ভাই এর স্টুডিও অনেক কাছে। মাঝে মাঝেই ঘুড়ে যাই। একদিন বাপ্পা ভাই একটা ট্র্যাক দিলো শুনতে।

শুনে দারুন লাগলো। বাপ্পা ভাই এর অন্যন্য গানের মত না। কম্পোজিশনটা একটু অন্যরকম। শুনতে গিয়ে মনে হচ্ছিলো হাইওয়েতে গাড়ি চালিয়ে যাচ্ছি। চারপাশে সারি সারি গাছ।

গাড়ির হেডলাইট-এ রাতের রাস্তায় সৃষ্টি হচ্ছে এক মায়াবী বিভ্রম। যাই হোক, পরের কথাটা শুনে ঢোক গিলি। এই ট্র্যাক এর উপর লিরিক লিখতে হবে। ট্র্যাক এর উপর লিরিক লিখতে কেনো জানি কষ্ট হয় আমার। শব্দগুলোর চারপাশে এক ধরনের সীমানা দেখতে পাই! আমি তো লিখি ভাই, তেপান্তরের মেঘদল ... তারপর লিখতে বসা বিষাদী আকাশ ... সে রাতেই লিখতে বসি।

খুব বেশি কাটাছেড়া না করেই লিখে ফেলি সহজ শব্দচয়নে। লেখার সময় শূন্যতা কেটে যায়। লিরিকটা বাপ্পা ভাইকে দিয়ে এসে আবার শূন্যতায় ফিরে যাই। অপেক্ষা করতে থাকি এই সময় থেকে সময় এর সুত্র না মেনে অন্য সময়ে দ্রুত পাড়ি দিতে। বাপ্পা ভাই এর ' দিন বাড়ি যায় ' অ্যালবাম এর কাজ চলছিলো তখন।

ফোন পেয়ে স্টুডিওতে যাই একদিন। গানটা হয়ে গেছে। শুনে দারুন লাগে। ঠিক যে রকম ট্র্যাকটা শুনে মনে হয়েছিলো লিরিক বসানোর পর সে রকমই লাগে। পরে অবশ্য গানটা একটা মিক্সড অ্যালবামে দেয়া হয়।

' টিউন ইনটু রেডিওম্যানিয়া ' নাম ছিলো (বড়ই অদ্ভুত নাম বটে!) অ্যালবামটার। এটা রিলিজের আগেই আমি উড়াল দেই মন খারাপের শহর লন্ডনে। সে আরেক গল্প ... বিষাদী আকাশ বিষাদী আকাশ বৃষ্টি নামে আজ এ রাতে নির্বাসনে নীল আঁধারে গাংচীল এ রাতে বৃষ্টি ভেজা এই যে রাত জলটা তোমার চুমু দিক অধরে থেকো না আজ একাকী থেকো না মেয়ে, থেকো না ঘরে ... হাওয়ায় লাগে জোর বৃষ্টিতে রাত ভোর ঝিরি ঝিরি মন দখীনা , আমায় সাথে নাও একই সুরে গাও একলা হয়ে আর থেকো না ... ইচ্ছেগুলো সব তোমার অনুভব পাখী হয়ে ডানায় যাক ভেসে ঘুমহারা দু' চোখ বৃষ্টি তোমার হোক দুঃখ গুলো ভুলো নিমিষে ... লিরিক আর গানটা দিলাম। আশা করছি বন্ধুদের গানটা ভালো লাগবে। বিষাদময় আনন্দের সময়টা ভালো যাবে।

যাচ্ছি পরের গল্পে... মেঘবালিকা , এসো ... আমার জীবনের শ্রেষ্টতম খারাপ সময়ের লেখা গান। অনেকগুলো রঙের বাঁক পেরিয়ে আসা বর্ণিল আমার জীবনে কিছু স্থবির সময় এসেছিলো, সেই সময়ের লেখা গান - মেঘবালিকা। স্থবির সময় ভালো লাগে না। এই সময়টাতে আমি খারাপ থাকি। ভয়াবহ খারাপ থাকি।

শব্দরা ছেড়ে চলে যায়, আমি আমাকে একদম চিনতে পারি না। অচীনপুরের ভয়াবহ অন্ধকার গ্রাস করে নেয় আমায় ... সময়টা ২০০৪-০৫। গানটা কোনো এক রাতে লেখা হয় অদৃশ্য কোনো মেঘবালিকাকে ভেবে। তখন আমার দিন নেই কোনো। রাত-ই আমার দিন।

রাত-ই আমার রাত। রাতই আমার থেমে যাওয়া জীবন ধারাপাত ... তারপর দীর্ঘ বিরতি। লিরিকটা শেষ করেই বাপ্পা ভাইকে যথারীতি দিয়ে দেয়া। আর আমি! সিঙ্গাপুর-ঢাকা হয়ে যাযাবর জীবন পরিক্রমায় তখন লন্ডনে। নির্বাসন দন্ডে ... এক রাতে বাপ্পা ভাইয়ের মেইল পাই।

' সুর্যস্নানে চল'- অ্যালবাম এর কাজ চলছে। আমি তখন ঢাকা মিস করছি। গান লেখা মিস করছি। মিস করছি বাপ্পা ভাইয়ের স্টুডিওতে বসে আড্ডা দেয়া। তারপর আরেকটা মেইল আসে।

রীতিমত চমকে উঠি মেইল এর সাথে পাঠানো একটা ডেমো শুনে। এ তো দেখি সেই মেঘবালিকা লিরিক। দারুন টিউন হয়ে গেছে। শুনেই ভালো হয়ে যায় মন। অপেক্ষায় থাকি কবে রিলিজ পাবে।

মাস দুয়েক পরেই রিলিজ পায় সুর্যস্নানে চল। আমি তখন লন্ডনে রাস্তায় দাড়িয়ে উদাস মুখে পেপার বিক্রি করি। আমার সবেধন নীলমনি পার্ট টাইম জব। মজার ব্যপার হলো কাজটা করতে আমার খুব ভালো লাগে। অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়।

কোনো এক ' কাজ দিনে ' আমি কাজ শেষে টিউব ধরে চলে আসি অলগেট স্টেশন-এ। চলে যাই সুরকি পথ ধরে ব্রিক লেন-এ। কিনে ফেলি সুর্যস্নানে চল। তারপর বাড়ি ফিরে আরাম করে শুনি- মেঘবালিকা এসো , আমার কাছে এসো ... মেঘবালিকা মেঘবালিকা এসো আমার কাছে এসো আমার স্বপ্ন তোমায় দিলাম আমায় ভালোবেসো । ।

মেঘবালিকা এসো মেঘকে দিয়ে ছুটি তোমার জন্য আছে জমা সুদিনের কথাটি । । মেঘবালিকা এসো চোখে রাখো চোখ ভিজবে তোমার হৃদয় আগুন বৃষ্টি হোক না হোক । । মেঘবালিকা এসো মৌন তেপান্তর কেউ কখনো জানবেনা এই মেঘবালিকার খবর ।

। মেঘবালিকা এসো ... শুভ শীতকাল'  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।