আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে যা কিছু প্রথম ।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । হিজরি সাল গণনা হয় = ৬২২ খ্রি। মসজিদে নববী নির্মিত হয় =৬২২ খ্রি।

আজান শুরু হয়=৬২২ খ্রি। জুমার নামায শুরু হয় (১হিজিরি)=৬২২ খ্রি। যাকাত ফরজহয় (২য় হি.)=৬২৩ খ্রি। রোযা ফরজ হয় (২য় হি.)=৬২৩ খ্রি। পর্দা ফরজ হয় (৪ র্থ হি.) =৬২৫ খ্রি।

হজ্ব ফরজ হয় (৮ম হি.)=৬২৯ খ্রি। কোরান নাযিল সূচিত হয় = ৬১০ খ্রি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।